শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৩ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যার হারায় সেই বুঝে কষ্টটা কেমন !

রবিন আকরাম: একমাস আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুবাশ্বার হাসান নিখোঁজ হয়েছিলেন। এছাড়াও আরো রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও শিক্ষক এভাবে নিখোঁজ হয়েছেন। সর্বশেষ গত সোমবার নিখোঁজ হন সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান।

কোন কোন ক্ষেত্রে এই নিখোঁজের পেছনে সরকারেরই কোন সংস্থার হাত আছে বলে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। গত একমাস ধরে ড. হাসানের পরিবার পুলিশ ও সরকারের কাছে তাকে খুঁজে বের করার দাবি করে আসছে।

এ ব্যাপারে ড. হাসানের বোন তামান্না তাসনিম বিবিসি বাংলাকে বলেন, কর্তৃপক্ষ সবসময় বলে আসছেন আমাদের সময় চাই, আমরা চেষ্টা ও ক্লু খোঁজার চেষ্টা করছি। যতবার আমরা পুলিশের কাছে গিয়েছি তারা বলে আসছেন আমরা চেষ্টা করছি।

নিখোঁজের ব্যাপারে তার বোন আরো বলেন, আমরা কখনো চিন্তা করি নাই এমন কিছু ঘটবে। যখন পত্র-পত্রিকাতে দেখি অনেকেই নিখোঁজ হওয়ার পরে ফিরে আসছে। তখন খুব শান্তি লাগে। মনে হয় আমার ভাই তাদের মত একদিন ফিরে আসবে।

গত একমাস আপনাদের সময় কিভাবে কেটেছে এমন প্রশ্নের জবাবে তামান্না বলেন, এই প্রশ্নটার জবাব কোন শব্দ দিয়ে বোঝানো সম্ভব না। যখন আপনি কাউকে হারাবেন তখন আপনি বুঝতে পারবেন। আসলে যার হারায় সেই বুঝে কষ্টটা কেমন।

সম্প্রতি নিখোঁজের ঘটনায় রাষ্ট্রের ভুমিকা আছে কিনা জানতে চাইলে তামান্না বলেন, রাষ্ট্রের ভূমিকা আছে বা নেই আমার জানা নেই। আমি শুধু চাই যারা তাকে আটকে রেখেছে তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে তাকে ফেরত দেয়। আমাদের কোন কিছুর দরকার নেই আমরা শুধু মানুষটাকে চাই। দরকার হলে তাকে বাসায় আটকিয়ে রাখবো, আপনাদের আটকিয়ে রাখতে হবে না। কোথায় ছিল, কি করছে কিছু জানার দরকার নেই আমাদের, শুধু আমার ভাই জীবিত ফিরে আসলেই হবে।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর বিকালে কর্মস্থল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বনশ্রীর বাসার উদ্দেশে রওয়ানা হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন মোবাশ্বের হাসান সিজার। সেদিন সন্ধ্যা পৌনে সাতটা থেকে তার মুঠোফোনটি বন্ধ রয়েছে। সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়