শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৩ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা পুতিনের

সান্দ্রা নন্দিনী : রাশিয়ার ভ্লাদিমির পুতিন আবারো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন । চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার ইচ্ছা পোষণ করে আগামী বছর হতে যাওয়া নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তিনি। ভলগা শহরের একটি গাড়ি কারখানার শ্রমিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

এদিকে, রাশিয়ার খ্যাতনামা টিভি সাংবাদিক সেনিয়া সবচাকও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন। তবে, বিশ্লেষক ও জনমত জরিপ অনুযায়ী, জনপ্রিয়তায় পুতিন অনেক এগিয়ে আছেন। রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি নির্বাচনে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে ইতোমধ্যেই নিজের প্রার্থিতা তুলে নিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার বেশিরভাগ মানুষের কাছেই পুতিন একজন আদর্শ নেতা। বিশেষ করে সিরিয়াযুদ্ধে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ তার সমর্থকদের কাছে একটি ব্যাপক জনপ্রিয় সিদ্ধান্ত।

অপরদিকে, পুতিনবিরোধীরা দুর্নীতি এবং আলোচিত ক্রিমিয়া আগ্রাসন নিয়ে তার প্রতি কঠোর সমালোচনার আঙ্গুল তুলেছে।

উল্লেখ্য, পুতিন ২০০০ সাল থেকে ২০০৯ পর্যন্ত দু’দফা প্রেসিডেন্ট পদে থেকে এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১২ সালে তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি যদি ২০১৮ সালের নির্বাচনে জয়ী হন তাহলে ২০২৪ পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়