শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে ধলেশ্বরী তীরে আজ ইজতেমা শুরু

ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জের ধলেশ্বরী তীরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেলা ইজতেমা। তাবলীগ জামাতের তিনদিনের এ আঞ্চলিক ইজতেমায় লাখো মানুষের সমাগমকে টার্গেট রেখে সব প্রস্তুতি সম্পন্ন এখন। প্রায় ছয় লাখ বর্গফুট আয়তনের ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। গতকাল পর্যন্ত এ ইজতেমায় অংশ নিতে বিভিন্ন দেশের ৩৫ জন নাগরিক এসেছেন বলে আয়োজকরা জানিয়েছেন।

বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শুরু হয়ে শনিবার ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা। ইজতেমাকে ঘিরে সব সুযোগ সুবিধার পাশাপাশি রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। মিরকাদিম পৌরসভার পাঁচটি বিশাল আকারের মাঠ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। পাঁচটি মাঠকে চারটি ভাগে ভাগ করে ছয়টি উপজেলা এবং দুটি পৌরসভার মুসল্লিদের জন্য সুনির্দিষ্টভাবে ভাগ করা হয়েছে। প্রতিটি ময়দানের জন্য আলাদা জিম্মাদার নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান ইজতেমার মাঠ পরিচালক ও প্রধান জিম্মাদার ফজলুল হক।

ইজতেমার ময়দানগুলো জুড়ে বিপুল পরিমাণ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করবেন। ৮টি সিসি ক্যামেরা, একটি ওয়াচ টাওয়ার থাকবে। এ ছাড়া এখানে ৩টি মেডিক্যাল ক্যাম্প, ফায়ার সার্ভিসের একটি ইউনিটের পাশাপাশি রয়েছে ৮৬২টি শৌচাগার। ৮টি মোটরের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, নদীর তীর ছাড়াও গোসল করার জন্য ১৪টি বাথ হাউজের ব্যবস্থা রয়েছে এখানে, রয়েছে ওজুর পর্যাপ্ত ব্যবস্থা। মিরকাদিম বন্দরের কাছের মাঠে মূল বয়ান মঞ্চ থাকবে।

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন ইজতেমা এলাকা পরিদর্শন করে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন।

মানিকগঞ্জে তিন দিনব্যাপী তাবলীগের ইজতেমা সফল করতে মানিকগঞ্জ জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে সদর উপজেলার কাচারী মাঠ এলাকায় এজতেমা প্রাঙ্গণে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন সদর হেডকোয়ার্টারের সিনিয়র পুলিশ সুপার মুরতাহিন বিল্লাহ, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান সিদ্দিকী, শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার জেড এম জাকির হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাগণ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইজতেমায় প্রায় তিনশ পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো ইজতেমা এলাকা। পুলিশের পাশাপাশি আরআরএফ ও এপিবিএন-এর সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়