শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:২৫ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুগে বিদেশে গেছে ৭১ লাখ ৩২ হাজার কর্মী

ডেস্ক রিপোর্ট: ২০০৫ থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলা থেকে মোট ৭১ লাখ ৩২ হাজার ৪২৮ জন কর্মী বিদেশ গমন করেছে। এর মধ্যে সর্বনিম্ন কর্মী প্রেরণের অবস্থানে আছে বান্দরবান জেলা ৩ হাজার ২০৫ জন এবং সর্বোচ্চ অবস্থানে কুমিল্লা জেলা ৭ লাখ ৮৪ হাজার ৮৩৮ জন। গতকাল বুধবার ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই তথ্য জানানো হয়।

এসডিজি লক্ষ্যমাত্রা ১০.৭ বাস্তবায়নে অভিবাসনে পিছিয়ে থাকা জেলাসমূহকে সম্পৃক্তকরণের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি বলেন, সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদেরও এই কাজে শামিল হয়ে অভিবাসনে পিছিয়ে থাকা ২৪টি জেলার জনগণকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. নমিতা হালদার, এনডিসি অভিবাসনে পিছিয়ে থাকা জেলাসমূহকে অধিকতর গুরুত্ব দিয়ে দ্রুত প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদান করেন। বৈঠকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনম মাশরুরুর হুদা সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়