শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনমানুষের আস্থার অভাব রয়েছে

ড. বদিউল আলম মজুমদার : ঢাকা উত্তর সিটি করপোরেশনে কিছু নতুন এলাকা যুক্ত হয়েছে। এই নতুন এলাকার ভোটারদের তালিকায় যুক্ত করা না হয়ে থাকলে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার। যদিও এগুলো তাদের রুটিন কাজ, তা নিশ্চিত করা এখন প্রধান কাজ। ভোটার তালিকা সঠিক ও নির্ভুল করা উচিৎ। নির্বাচনে আইনশৃঙ্খলা কতটুকু নিয়ন্ত্রণে থাকবে, তা নির্ভর করে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর। এমনিতেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপর জনমানুষের আস্থার অভাব রয়েছে। তারা যদি সদাচরণ করে তাহলে তো কোনো চ্যালেঞ্জ তৈরি হবে না। আস্তার জায়গাটাতে উন্নতি করতে হবে।

নিরপেক্ষতা প্রমাণের বড় একটা সুযোগ তৈরি হয়েছে তাদের নির্বাচন কমিশনের। সামনের নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষ করতে। মানুষের আস্তা অর্জন করতে হবে। এতে ব্যর্থ হলে জনগণের আস্তাহীনতা তৈরি হবে, যা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রভাব ফেলবে। বাংলাদেশসহ বিশ্ব নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বর্তমান ইসির কর্মকা-ের উপর গভীর নজর রাখছে। স্থায়ী সরকার নির্বাচনগুলো ইসির জন্য এসিড টেস্টের মতো। কুমিল্লায় তারা ভালো নির্বাচন করেছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। স্বদিচ্ছা ছিল বলেই এটা সম্ভব হয়েছে।
নির্বাচন কমিশন সেনাবাহিনী নির্বাচনে সম্পৃক্ত থাকুক, এটা তারা চায় না। সেনাবাহিনী সম্পৃক্ত থাকলে তো নির্বাচন সুষ্ঠু হয়। তারা যদি চায় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করবে না, তাহলে সেনা বাহিনীকে তো বাইরেই রাখবে। আমি এটা বুঝি না, কেন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা বাহিনীকে রাখা হচ্ছে না।

পরিচিতি : সম্পাদক, সুজন
সাক্ষাৎকার গ্রহণ : খন্দকার আলমগীর হোসাইন
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়