শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একাত্তরের এই দিনে মুক্ত হয়েছিলো যেসব এলাকা

নাফরুল হাসান : ১৯৭১ সালের ৭ ডিসেম্বরের এই দিনে পাক হানাদার বাহিনীকে পিছু হটিয়ে মুক্ত হয় গাইবান্ধা, নোয়াখালী, সাতক্ষীরা শেরপুর ও চুয়াডাঙ্গা। লাল সবুজের পতাকা উড়িয়ে সেদিন আনন্দ উল্লাসে মেতে ওঠেন এসব এলাকার মুক্তিকামী জনতা। তবে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও অযত্ন-অবহেলায় পড়ে থাকা গৌরব গাঁথার স্মৃতিচিহ্নগুলো সংস্কারের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

গাইবান্ধা: উত্তরের জনপদ গাইবান্ধায় মুক্তিবাহিনীর আক্রমণে টিকতে না পেরে কোণঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী। বাদিয়াখালীর যুদ্ধ, হরিপুর অপারেশন, কোদালকাটিতে সম্মুখ যুদ্ধে মুক্তিবাহিনীর জয়ের পর পিছু হটতে শুরু করে পাকবাহিনী। সবশেষ ৭ ডিসেম্বর চারদিকের আক্রমণে দিশেহারা হয়ে গাইবান্ধা ছেড়ে যায় হানাদাররা।

নোয়াখালী: যুদ্ধের শুরু থেকেই নোয়াখালীর এই পিটিআই স্কুলটি শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে পাকবাহিনী। ৬ ডিসেম্বর ভোরে ঘাটিটি ঘেরাও করে মুক্তিবাহিনী। দিনভর যুদ্ধের পর রাতের আধারে পালিয়ে যায় পাক হানাদাররা। শত্রুমুক্ত হয় নোয়াখালী।

সাতক্ষীরা: ৬ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের কঠোর প্রতিরোধে পিছু হটে হানাদাররা।সবশেষে সাত ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের কাছে পরাস্ত হয়ে পাকিস্তানিরা পালিয়ে গেলে শত্রু মুক্ত হয় সাতক্ষীরা। উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।

সাতক্ষীরার জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মশিউর রহমান মশু বলেন, মুক্তিযুদ্ধের স্মরণে যে স্মৃতিচিহ্ন নির্মাণ করা হয়েছে সেখানে অনেক রাজাকারেরও নাম রয়েছে। আমরা বহুবার এটা সংশোধনের দাবি জানালেও তা সংশোধন করা হয়নি।
এছাড়া একাত্তরের এইদিনে শত্রুমুক্ত হয় শেরপুর ও চুয়াডাঙ্গা।

সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়