শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৬ বছর পর সীমান্ত পিলার থেকে ‘পাক’ শব্দের পরিবর্তন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : স্বাধীনতার ৪৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত পিলারের নাম সংশোধন করা হয়েছে।

বুধবার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই সীমান্তের ১২টি পিলার থেকে পাকিস্তানের নাম কেটে বাংলাদেশ করা হয়।

১৯৭১ সালের স্বাধীনতা লাভের পর চাঁপাইনবাবগঞ্জের অন্য সীমান্ত পিলারগুলো থেকে ‘পাকিস্তান’ কেটে বাংলাদেশ করা হলেও ভোলাহাট উপজেলার চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২টি পিলারে পাকিস্তান লেখা থেকে যায় বলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলী জানান।

তিনি বলেন, বিষয়টি নজরে এলে তা সংশোধনের জন্য বিজিবি তৎপরতা শুরু করলেও নানা জটিলতায় দীর্ঘদিনেও সংশোধনের প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।

“এ ব্যাপারে নতুন করে তৎপরতা শুরু করে বিএসএফের কাছে একাধিকবার চিঠি দেওয়া হয়। অবশেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সম্মতিতে বুধবার সকাল থেকে সীমান্ত পিলারগুলোর ভুল সংশোধনের কাজ শুরু করে বিজিবি।”

পর্যায়ক্রমে ভোলাহাটের চামুসা, গিলাবাড়ি ও চাঁনশিকারী সীমান্তের ১২টি পিলার থেকে ‘পাক’ শব্দের পরিবর্তে ‘বাংলা’ শব্দ প্রতিস্থাপন করা হয় বলে জানান বিজিবি কর্মকর্তা রাশেদ।

এ সময় ভারতের মালদা জেলার ৮২ বিএসএফ ব্যাটালিয়েনর পক্ষে বিরেন্দ্র শিং, জি কেরকাটা ও অরবিন্দ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়