শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৫ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার

ডেস্ক রিপোর্ট : খাগড়াছড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মাটিরাঙ্গা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

নাশকতা ও চাঁদাবাজির উদ্দেশ্যে গুইমারা উপজেলার নতুন পাড়া এলাকায় একটি পরিত্যক্ত টঙ ঘরে জেএসএস সন্ত্রাসীরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে এ অভিযান চালানো হয়।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাটিরাঙ্গা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যদের দুইটি টহল দল অভিযান চালায়। এসময় মাটিরাঙ্গা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

পরে গুইমারা উপজেলার নতুন পাড়া এলাকায় জেএসএস সন্ত্রাসীরা অবস্থান নেওয়া পরিত্যক্ত টঙ ঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে মাটিরাঙ্গা জোনের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

ভবিষ্যতেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি জি বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবেনা। সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের মুলোৎপাটন করা হবে।

গতকাল বুধবার বেলা ২টার দিকে উদ্ধারকৃত দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড কার্তুজ গুইমারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ঢাকাটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়