শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:১২ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ২০০ টাকায় ১০০ কেজি আলু

বগুড়া প্রতিনিধি: 'আলু! আলু! আলু! এখন মাত্র ২০০ টাকায় পাচ্ছেন ১০০ কেজির এক বস্তা আলু।' এভাবেই মাইকিং করে অভিনব কৌশলে আলু বিক্রি করা হচ্ছে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকায়।

বুধবার এভাবে আলু বিক্রির উদ্যোগ নেন কিছু ব্যবসায়ী। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাইকিং করেও দেখা মিলছে না ক্রেতার। এ অবস্থায় আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন সাধারণ কৃষক ও ব্যবসায়ীরা। ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কোল্ডস্টোরেজের মালিকদের।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় কোল্ডস্টোরেজগুলোতে বস্তাপ্রতি ৩২০ টাকা করে ভাড়ার ভিত্তিতে আলু সংরক্ষণ করেছেন চাষি ও মজুদদার ব্যবসায়ীরা। কিন্তু প্রায় এক মাস ধরে আলুর বাজারে ব্যাপক ধস নামায় ক্রেতা সংকটে পড়েছেন তারা।

জেলার মোকামতলা এলাকার আলু চাষি আনিছুর বলেন, ৩২০ টাকা বস্তাপ্রতি ভাড়া ঠিক করে আলু স্টোরে রেখেছি। এখন আমরা আলু তুলে কী করব। এক বস্তা আলুর দাম ২০০ থেকে ৩০০ টাকা। স্টোরে দিতে হবে ৩২০ টাকা, তাই আলু তুলছি না।

মোকামতলা আর অ্যান্ড আর পটেটো কোল্ডস্টোরেজের কর্মকর্তা নুরুল আমিন জানান, এখনও স্টোরে প্রায় ৪৫ হাজার বস্তা আলু আছে। দাম না থাকায় আলু তুলছেন না কৃষকরা।

এদিকে আলু ব্যবসায়ীদের আলুর ওপর ঋণ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অনেক ব্যবসায়ী ও কৃষক বস্তাপ্রতি ৫০০ টাকা করে ঋণ করেছেন। এখন আলু রেখে চলে গেছেন তারা। তাই সব মিলিয়ে এ বছর প্রায় দেড় কোটি টাকা লোকসান গুনতে হবে বলেও তিনি দাবি করেন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রতুল চন্দ্র সরকার জানান, গেল মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে এক লাখ টন আলু বেশি উৎপাদন হয়েছে এ জেলায়। উৎপাদনের তুলনায় বাজারজাতের অভাবে আলু নিয়ে কিছুটা সংকটে আছেন কৃষক ও ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়