শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:২৭ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ এশিয়ায় প্রথম ‘ফাইভ-জি’ আনলো পাকিস্তান

মুফতি আবদুল্লাহ তামিম : পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বার্ষিক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ফাইভ-জি ইন্টারনেট সেবা চালু করার ঘোষণা দিয়েছে।

ট্রিবিউন রিপোর্ট অনুযায়ী, দ্রুত ডিজিটালায়নের দেশ হিসেবে পাকিস্তান ফাইভ-জি চালু করার দিক দিয়ে প্রতিবেশী দেশ ভারতকেও পরাজিত করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ভারত অনেক দিন ধরেই ফাইভ-জি চালু করার জন্য চেষ্টা চালাচ্ছিল। পাকিস্তান ২০২২ সালের মধ্যে ব্যাপকভাবে ফাইভ-জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা করছে।

২০১৭ সালের বার্ষিক রিপোর্টে পাকিস্তান বলেছে, দক্ষিণ এশিয়ায় তারাই প্রথম প্রস্তুতি হিসেবে ফাইভ-জি সেলুলার সংযোগ পরীক্ষা শুরু করেছে। পিটিএর গণনায় বর্তমান পাকিস্তানে ইতিমধ্যে ৮৭ শতাংশের বেশি লোক ইন্টারনেট ব্যবহার করছে। যার মধ্যে ৭০ শতাংশ থ্রি-জি ও ৩০ শতাংশ ফোর-জি সেবা পাচ্ছে।

সংবাদ প্রতিবেদনের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভা কয়েক মাস আগে পাকিস্তানের সেলুলার কোম্পানিগুলির ফাইভ-জি প্রযুক্তি পরীক্ষা করার অনুমতি দিয়েছিল। পাকিস্তান ইতোমধ্যেই বিভিন্ন ল্যাব ও পরীক্ষাগারে ফাইভ-জি সেবা নিয়ে পরীক্ষা পরিচালনা করছে। ইন্টারনেট, ব্রডব্যান্ড সেবা দেশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। চাহিদা অনুপাতে পাকিস্তানে ব্যান্ডউইথ সেবা নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে। পিটিএর প্রতিবেদনে আরো বলা হয়, অল্প কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে জনসাধারণকে ফাইভ-জি সেবা প্রদান করা হবে। আল-আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়