শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:০১ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থের বিনিময় মুক্তির পাচ্ছেন সৌদি যুবরাজরা

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: অর্থের বিনিময়ে মুক্তি মিলছে সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতির দায়ে আটক যুবরাজদের। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তরফ থেকে এমন তথ্য দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে বলা হয়, মামলা নিষ্পত্তিতে অভিযুক্তদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অক্ষুণœ রাখা হবে। তারা আরো জানায়, অভিযুক্ত যারা ক্ষমা মার্জনা করবেনা তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। কয়েক সপ্তাহের মধ্যেই পুরো বিষয় নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন তারা।

তবে গ্রেফতার করায় সৌদি অর্থনীতিতে বিশেষ করে বিনিয়োগকারীদের তরফ থেকে একধরণের ধ্বস নেমে আসে। এ কারণেই নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। যার ফলশ্রুতিতে গতসপ্তাহে যুবরাজ মিতেব বিন আব্দুল্লাহর সাথে এক বিলিয়ন ডলারের মাধ্যমে প্রথম অর্থনৈতিক নিষ্পত্তিটি করা হয়।

সরকারের এক মন্ত্রী সোমবার রয়টার্সকে জানায়, ‘গ্রেফতার কার্যক্রম এখন বন্ধ রয়েছে এবং আটককৃত তহবিল থেকে প্রাপ্ত অর্থ অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, দুর্নীতির দায়ে ৩২০ জনকে তলব করা হয়েছিল যারমধ্যে ১৫৯ জন আটক করা হয় এবং তাদের মধ্যে বেশ কয়েককজনকে বিচারের আওতায় আনা হয়। নিরাপত্তা পরিষদ থেকে প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়, যারমধ্যে রাজ পরিবারের সদস্যরা রয়েছে। রিয়াদের অভিজাত হোটেলে তাদের রাখা হয়। রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়