শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ হিসেবে কি সিমন্সের দিকেই চোখ পাপনের ?

আক্তারুজ্জামান: ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ২০১৬ সালে। ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপে চমক লাগানো আয়ারল্যান্ডেরও কোচিং করিয়েছেন তিনি। ইনি হলেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ খালি থাকায় টাইগারদের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন এই অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান। আর সে কারনেই চলতি মাসের নয় তারিখ বিসিবিতে হাজির হবেন তিনি। রিচার্ড পাইবাসের সঙ্গে সাক্ষাতের পরে সংবাদ সম্মেলনে এসে নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

পাপন বলেন, ‘নয় তারিখে আসবেন সিমন্স। তার আগেও একজন আসার কথা। তার নাম এখন বলছি না। কারণ, যেহেতু এখনও তারিখ ঠিক হয়নি, তেমন নিশ্চয়তা এখনও মেলেনি। আরও কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। তাদেরকে এই সময়ের মাঝেই আসতে হবে। ১০ তারিখে আমাদের যে বোর্ড মিটিং আছে সেখানে আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে চাচ্ছি।'

তবে ফিল সিমন্স ছাড়াও আরও চার-পাঁচ জন হাই প্রোফাইল কোচ আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি। একই সাথে দুইজন কোচকে নিয়োগ দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বোর্ড প্রেসিডেন্ট।

'এই ধরনের কথা বার্তা যে হচ্ছে না তা না। তবে আপাতত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোচ নিয়োগ করা। সেই জিনিসটা আমাদের সামনের যে সিরিজ আছে তার মধ্যে নাও পারতে পারি। কিন্তু আমাদের একজন স্থায়ী কোচ তো লাগবে।

সামনের শ্রীলঙ্কা সিরিজটাকে খুব গুরুত্বের সাথেই নিচ্ছেন তিনি। এ বিষয়ে পাপন বলেন, ‘আমাদের কাছে আগামী সিরিজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা যদি না হয়, এই সিরিজের মধ্যে আমরা চূড়ান্ত যদি করতে না পারি তাহলে কি হবে, এই সিরিজটা কিভাবে চলবে- এই সব কিছু নিয়েই আলাপ আলোচনা হবে।’ -ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়