শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : চট্টগ্রামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোরে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা এনামুল হক মানিক (২৭) বাকলিয়া থানার ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, বুধবার ভোর চারটার দিকে মানিককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়, তবে কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী বলেন, বাকলিয়া রাজাখালী এলাকায় এক বন্ধুর বাসায় মঙ্গলবার রাতে খেলা দেখে ভোর চারটার দিকে হেটে বাসায় ফিরছিলেন মানিক।

এসময় এলাকার চিহ্নিত ছিনতাইকারী রমজান তাকে ডাক দেয়। কথা বলার এক পর্যায়ে কোমর থেকে অস্ত্র বের করে মানিককে গুলি করে পালিয়ে যায় রমজান।

এসময় আহত অবস্থায় পকেট থেকে মোবাইল বের করে পুলিশকে ফোন করলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

নতুন কমিটি গঠনের পর থেকে এলাকায় মাদকবিরোধী কর্মসূচি পালন করে যাচ্ছে মানিক। তাই ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীরা তাকে হত্যার চেষ্টা করতে পারে।

এলাকায় অন্যকোন রাজনৈতিক শক্তিও এতে জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়