শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আরিফুর রহমান তুহিন: বাংলাদেশ সরকার যে ১০০টি অর্থনীতি জোন স্থাপন করছে সেগুলোতে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর হোটেল আরমানীতে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাথে সফররত সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে ‘বাংলাদেশ-সৌদি আরব বিজনেস মিটিং’এ তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) সফলভাবে অর্জনের পর বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে অত্যন্ত কার্যকর পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশ ‘শিল্প ও সেবা নির্ভর’ অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে স্থানান্তরিত হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২৮তম শক্তিশালী অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে। দেশের রপ্তানি প্রবৃদ্ধিও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সৌদি আরবের অনুকূলে রয়েছে। আমাদের রপ্তানিযোগ্য পণ্যের বহুমূখীকরণ এবং রপ্তানির পরিমাণ বাড়িয়ে আমরা এ বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে পারি।প্রতিনিধিদলের এ সফর দুদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করবে।
এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। অর্থনৈতিক সহযোগিতাকারী এই দেশের সাথে বিগত বছরগুলোতে দেশটির সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উল্লেখযোগ্য পর্যায়ে পৌছেছে। দেশটিতে বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছে। এজন্য বাংলাদেশ কৃতজ্ঞ। বর্তমানে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ৭৯০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য সৌদি আরবের অনুকূলে হলেও সৌদি আরব প্রতিনিধিদলের বর্তমান সফরের মাধ্যমে সেদেশে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে এফবিসিসিআই সভাপতি দৃঢ় আশা প্রকাশ করেন।
উল্লেখ্য যে, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ ১৮৫.২১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য সৌদি আরবে রপ্তানি এবং ৬০৫.৪০ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। অনুষ্ঠানে এফবিসিসিআই জৈষ্ঠ সহ-সভাপতি শেখ ফজলে ফাহিমসহ দুই দেশের ব্যবসায়ী নেতার উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়