শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে’

আনিসুর রহমান তপন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। মঙ্গলবার তারা যা করেছে এতে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। কারণ তারা অবরোধ করতে চেয়েছিল, পুলিশ বাধা দিয়েছে।

বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

কাদের বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেন, জনগণের অপরাধ কী ? তাদের গাড়ি কেন ভাঙচুর করেছিল। বিএনপি যদি আবারও গত ৫ জানুয়ারির মতো নির্বাচনপরবর্তী জ্বালাও, পোড়াও পরিস্থিতি তৈরি করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নিবে যেমন কুকুর তেমন মুগুরের মতো।

’সরকার খালেদা জিয়াকে শাস্তি দিয়ে নির্বাচনের বাইরে রাখতে চাচ্ছে’ সাংবাদিকদের এমন কথায় ওবায়দুল কাদের বলেন, এ মামলাগুলো গত তত্ত¡াবধায়কের আমলে শুরু হয়েছে। দুদক এ মামলা করেছে। এর মধ্যে বর্তমান সরকারের কোন অংশগ্রহণ নেই। শাস্তি হলে বিচার বিভাগ সরকারের অধীন আর শাস্তি না হলে বিচার বিভাগ স্বাধীন। তাদের এ সমস্ত কথাবার্তায় মনে হয় তারা নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তবে আওয়ামী লীগ যেকোন মুহূর্তে নির্বাচনের জন্য প্রস্তুত আছে। আওয়ামী লীগ নির্বাচনের জন্য কেন্দ্র ভিত্তিক কমিটি করার প্রস্তুতি চলছে।

উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, যে প্রার্থীকে নৌকা মার্কায় মনোয়ন দেয়া হবে সে দলীয় নেতৃবৃন্দ হতে হবে এমন কোন কথা নেই, বাইরে থেকেও হতে পারবে। যেমন যে প্রার্থী নির্বাচনে জয়ী হতে পারবে। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, সর্বোপরি সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে এমন প্রার্থীকে মনোয়ন দিবে আওয়ামী লীগ। তবে জয়ী হবে এমন প্রার্থীকে মনোয়ন দিবে আওয়ামী লীগ। যার জনপ্রিয়তা আছে নন্দিত এমন প্রার্র্থীকে আওয়ামী লীগ মনোয়ন দিবে।

মেয়র হওয়ার ব্যাপারে সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের সম্পর্কে কী ভাবছেন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হকের পরিবারের ব্যাপারে চিন্তা করেননি। মেয়র আনিসুল হকের পরিবার শোকের দরিয়ায় ভাসছে। কাজেই এ শোকসন্তপ্ত পরিবারকে বিব্রত করতে চায় না।

আগাম নির্বাচনের সম্ভাবনা আছে কি?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সময়ের আগে নির্বাচন হওয়ার কোন পরিকল্পনা নেই সরকারের। নির্বাচন আগে হলেও প্রস্তুত আছে আওয়ামী লীগ। নির্বাচন পরে হলেও প্রস্তুত আছে আওয়ামী লীগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়