শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১ ডিসেম্বর তামিমের শুনানি

স্পোর্টস ডেস্ক : রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘লো স্কোরিং’ম্যাচের পর মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তোপের মুখে পড়েছেন তামিম ইকবাল। কয়েকদিন আগে তাকে দেওয়া হয়েছে কারণ দর্শানো নোটিশ। শুধু তাই নয়, আগামী ২১ ডিসেম্বর তামিমের কাছ থেকে ঘটনার বিবরণ শুনবে ডিসিপ্লিনারি কমিটি। যদিও শুনানিতে কুমিল্লার অধিনায়ক থাকতে পারবেন কিনা, সন্দেহ রয়েই গেছে! কেন না বিপিএল শেষ হওয়ার পর টি১০ লিগে খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা তার।

তামিমকে শুনানিতে ডাকার কথা নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘তামিমকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বোর্ড থেকে, পরিচালনা কমিটি থেকে নয়। চুক্তিতে থাকা খেলোয়াড়দের মিডিয়ায় কথা বলতে হলে বোর্ডের অনুমতি নিতে হয়!

তামিম কী বলেছে, তা আমি পুরোপুরি জানি না। তাই ২১ ডিসেম্বর তাকে শুনানিতে ডেকেছি। সেখান আলাপ আলোচনার করে এই ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

তবে কি ক্রিকেটাররা মিডিয়ার সঙ্গে কোনও কথাই বলতে পারবেন না! এমন প্রশ্ন উঠলে আকরামের কৌশলী জবাব, ‘অবশ্যই বলতে পারবে। ব্যাপার হচ্ছে, কথাগুলো কীভাবে বলা হচ্ছে। অনেক সময় বলার ধরনটা খারাপ হতে পারে। বিষয়টি কী, সেটা জানার জন্যই বোর্ড তাকে ডেকেছে। ওখানে ডিসিপ্লিনারি কমিটি আছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা পর পুরো বিষয়টা বোঝা যাবে।’

যদিও তামিমের উইকেট সমালোচনায় মঙ্গলবারের ম্যাচ শেষে শিষ্যের পাশে থেকেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘তামিম যেটা বলেছে, একেবারে ঠিক বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সবসময়ই সমর্থন করব। যে উইকেটে খেলা হয়েছে, সেটা টি-টোয়েন্টির জন্য আর্দশ উইকেট নয়। এখন সত্য কথা বলে যদি কোনও বিপদ হয়, তাহলে তো কিছু বলার নেই। তবু বলব তামিম সঠিক কথাই বলেছে। -বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়