শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৯ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘জয় বাংলা’ আমাদের শক্তির উৎস

শ্যামলী নাসরিন চৌধুরী : ‘জয় বাংলা’ কে বঙ্গবন্ধু ব্যবহার করেছেন। স্বাধীনতার আগে থেকে ‘জয় বাংলা’ বলা হচ্ছে। এই ‘জয় বাংলা’ শ্লোগান বুকে নিয়ে মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছে। এই ‘জয় বাংলা’ আমরা খুব আনন্দের সাথে বলি। হাই কোর্টের এই নির্দেশকে আমরা সর্বান্তকরণে সমর্থন জানাই। আমরা চাই ‘জয় বাংলা’ শ্লোগানটা সর্বক্ষেত্রে ব্যবহার করা হোক। এই ঘোষণাটা আরও আগেই দেওয়া উচিত ছিল। এটা কখনো বাদ দেওয়া উচিত হয়নি। এটা বাদ দিয়েছে স্বাধীনতা বিরোধী যারা তারা, ৭৫ এর পরে যারা ক্ষমতায় এসেছে। ২১ বছর তারা এটা ব্যবহার করতে দেয়নি।

তাদের জন্যই তো করা যায়নি। আবার প্রস্তাবটা উঠেছে রিট আবেদন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। মহামান্য আদালত যাতে ব্যবস্থাটা গ্রহণ করেন অনুরোধ জানাই। ‘জয় বাংলা’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। ’৬৯ এর গণঅভ্যুত্থাণ থেকেই তো শুরু হয় জয় বাংলা বলা। মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করতেন, অপারেশন করতে যেতেন, তাদের মুখে জয় বাংলা শ্লোগান থাকত। সবসময় ‘জয় বাংলা’ বলেই তারা যুদ্ধ করেছেন। এই ‘জয় বাংলা’ আমাদের ভেতরে শক্তি যোগায়। আমাদের অনুপ্রেরণা যোগায়। ভবিষ্যতেও আমরা মনে করি ‘জয় বাংলা’ শ্লোগান যদি সবখানে থাকে। সভা সমিতিতে যখন বক্তৃতা দিই ‘জয় বাংলা’ বলি। এই ‘জয় বাংলা’ আমাদের একটি শক্তির উৎস।

rপরিচিতি: শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর স্ত্রী
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা: আশিক রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়