শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:১০ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে: খন্দকার মোশারফ হোসেন

হ্যাপী আক্তার: আগাম নির্বাচন বা সময় মতো নির্বাচন যাই হোক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবার জন্যে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। এরই মধ্যে একাধিক বিকল্প রেখে নির্বাচনের জন্য খসড়াপত্র তালিকার কাজও করেছে দলটি। এ সম্পর্কে বিএনপি নেতারা বলছেন, মৌলিক কয়েকটি ইস্যু সমাধান না হলে কোনো সময়েই নির্বাচন অর্থবহ কিছু হবে না। সেজন্য নির্বাচনকালীন সমঝোতা চায় বিএনপি ।

আগাম নির্বাচন নিয়ে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগের সাধারণ সম্পদকের বক্তব্যের মাধ্যমে চলে আসে আগাম নির্বাচন প্রসঙ্গ। আগাম নির্বাচন নিয়ে বিএনপি নেতারা বিভিন্ন মত প্রকাশ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহসুদ চৌধুরী বলেন, ‘জনগন যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং সকল সমস্যার সমাধান তাহলে বিএনপি যেকোনো সময়ে নির্বাচনে যেতে পারে।’

নির্বাচন যখনি হোক তার আগে নির্বাচনকালীন সরকার ইস্যুটির সুরাহা চায় বিএনপি। সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদ ভেঙ্গে দিয়ে সেনা মোতায়ানের দাবিও তাদের। এ সম্পর্কে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘আগাম নির্বাচন বা সময় মতো নির্বাচন গুরুত্বপূর্ণ নয়।  গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনকালীন সরকার।’

এদিকে  তৃণমূলে জনপ্রিয় এমন কয়েক জনকে সবুজ সংকেত দিয়ে কাজ করার নির্দেশ নিয়েছেন খালেদা জিয়া। তার পাশাপাশি ৩’শ আসনের প্রার্থী চুড়ান্ত করতে কাজ করছে বিশেষ নির্বাচনি কমিটি। যেখানে রাখা হচ্ছে বিকল্প প্রার্থীও। তবে বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্য পর্যবেক্ষণে দেখা যায়, আগামী নির্বাচন ইস্যুতে এখনো সিদ্ধান্তহীনতায় আছে দলটি।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বচনকে ঘিরে একেক সময় একেক ধরণের বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতারা। দলের নেতারা বলছেন, যে কোনো সময়ে নির্বাচনে যাবে। আবার কেউ বলছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নেই। তাছাড়া আগাম নির্বাচন হবে কী হবে না, হলে কখন হবে কীভাবে হবে আর যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনে বিএনপির ভূমিকা কী হবে তা জনতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি মাস।

সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়