শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের গণমাধ্যমে নারীর ভূমিকা এবং অবস্থান

মো.ওসমান গনি : সব কর্মের পাশাপাশি নারী সমাজ এখন গণমাধ্যমেও বিশাল ভূমিকা রেখে চলেছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাও তাদের পেশার পরিবর্তন করে অনেক নারী এখন গণমাধ্যমে কাজ করছে। দেশের রাজধানী হতে শুরু করে বিভাগীয় শহর, জেলা, উপজেলাসহ সব জায়গাতে এখন নারীদের গণমাধ্যমে কাজ করতে দেখা যাচ্ছে। তারা তাদের পিছিয়ে থাকার মনমানসিকতার পরিবর্তন করে পুরুষদের পাশাপাশি এখন সাংবাদিকতার কাজ করছে। তারা দেরিতে হলেও একটি জিনিস অতিসহজে উপলদ্ধি করতে পারছে যে, আমাদের দেশের নারীরা পুরুষ শাসিত সমাজে নানাভাবে নিগৃত হচ্ছে। তাদের উপর চলছে বিভিন্ন অবিচার। তাদের নির্যাতনের সংবাদ অনেক সময় দেখা যায় গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশ হয় না। যার কারণে এখন তারা নিজেরাই গণমাধ্যমে কাজ করতে আগ্রহী হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বর্তমানে আমাদের দেশের অনেক সংবাদপত্রের সম্পাদকও হয়েছেন অনেক নারী। তাছাড়া দেশের ইলেকট্রনিক মিডিয়ায় নারীরা এখন অনেক বড় বড় পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আবার দেশের খ্যাতনামা অনেক সংবাদপত্রগুলো এখন তাদের পত্রিকায় নারী সাংবাদিক নিয়োগ করেছেন। সেখানেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মালিক পক্ষকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছেন।
গণমাধ্যমে নারীরা কাজ করার কারণে দেশের কোথাও কোন নারী কোনোভাবে নির্যাতিত হলে তার অধিকাংশই এখন সংবাদমাধ্যমে উঠে আসে। তারা যে শুধু নারী সংবাদ প্রচার করে তা নয়। তারা সংবাদমাধ্যমে সব ধরনের সংবাদ দিয়ে থাকে। ইউনেস্কোর সাধারণ পরিষদের ২৬তম অধিবেশনে প্রস্তাবিত সুপারিশে ১৯৯১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বগণমাধ্যম দিবস পালনের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ১৯৯৩ সাল থেকে ৩ মে বিশ্বগণমাধ্যম দিবস হিসাবে পালন হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করে। গণমাধ্যমে নারী কাজ করছে, ক্যামেরা হাতে নিয়ে ছুটছে এখান থেকে ওখানে। শহরের অলি-গলি, জনসমাবেশে।

কলম-প্যাড হাতে, মোবাইলে ধারণ করছে জনপ্রতিনিধির বক্তব্য। এ দৃশ্য আমরা এখন প্রায়শই দেখি। চ্যালেঞ্জিং পেশায় নারীর এমন চলাচল একটা ক্রেডিট বটে। খবরের কাগজে লিখছে নিউজ, প্রতিবেদন আসছে নারীর হাতের। নারীর সরবতা এখন প্রতিটি চ্যানেলে। প্রিন্ট মিডিয়াতে গুরুত্বপূর্ণ পদ দখল এখন হাতের মুঠোয়। সাব-এডিটর হিসাবে নারী আছেন দেশের বহুল প্রচারিত দৈনিকগুলোতে, নারী পাতা নারী সাংবাদিকের দখলে। মাইক্রোফোন হাতে সহকর্মীর ক্যামেরাসহ যেকোনো ইস্যুতে নিউজ তুলে নিয়ে আসছে নারী সংবাদকর্মীরা।

বিশ্বগণমাধ্যমের নারী সাংবাদিকদের অঙ্গীকার হবে বৈষম্য নয়, যোগ্যতা ও দক্ষতার দিক বিবেচনা করেই নারীরা গণমাধ্যমগুলোতে স্থান করতে পারবে। তবে আমাদের দেশে এখনো নারী লেখক কম। জেলা শহরে এর অবস্থা আরও খারাপ। গণমাধ্যমে নারীর স্থান ও সাহিত্যে একচেটিয়া একটা দখল থাকতে হবে। গণমাধ্যমে নারীর যে সকল বাঁধা রয়েছে সেগুলো অচিরে কাটাতে হবে নারীদেরই। একটা আওয়াজ তোলা যেতে পারে। দেশের সব নারী সংবাদকর্মী একটা জোট নিতে পারেন এই দিবসে। তবে পুরুষ সহকর্মী যাদের সহযোগিতা নারী পায় বিশেষ বিশেষ সময় তাদেরও দলে আনা যেতে পারে। কেননা দেশে সাংবাদিকরা আজ লাঞ্ছিত, নির্যাতিত। খুন হচ্ছে, পঙ্গু করা হচ্ছে।

সাগর-রুনির হত্যাকা-ের বিচার আজো হয়নি। সমাজের দর্পণ, সমাজের আয়না সাংবাদিক যাদের কারণে মিডিয়ার দৌরাত্ম্য বেড়েছে, বেসরকারি চ্যানেলও আসছে হরদম। পত্রিকার সংখ্যাও বেড়েছে এসব সংবাদকর্মীরা আছে বলে। নারী সংবাদকর্মীর পথের আবর্জনা ধুঁয়ে মুছে সামনে চলার এখনই সময়। যে সমস্ত নারী গণমাধ্যমে কাজ করছেন তাদের উচিত তাদের কর্ম এলাকার পুরুষ সংবাদকর্মীর সংস্পর্শে থেকে কাজ করা।তবে সেই পুরুষ সংবাদকর্মী সে হলুদ সাংবাদিকতার আওতায় না থাকে সে দিকে খেয়াল রেখে তাদের করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ যেহেতু দেশে নারী সংবাদকর্মীর সংখ্যা এখনো পুরুষের চেয়ে অনেক কম।

লেখক : সাংবাদিক ও কলামিস্ট
সম্পাদনা : আশিক রহমান ও খন্দকার আলমগীর হোসাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়