শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতৃহত্যার বদলা চান আব্দুল্লাহ সালেহ’র ছেলে

ডেস্ক রিপোর্ট : ইয়েমেনের সদ্য নিহত সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ’র ছেলে সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পিতৃহত্যার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

ইয়েমেনের গৃহযুদ্ধে পক্ষ পাল্টানোর পর সাবেক সুন্নি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে সোমবার হত্যা করে ইরান-সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীরা।

এরপরই সালেহর নির্বাসিত ছেলে আহমেদ আলি-সালেহর প্রতিশোধের ডাক দেওয়ার খবর মঙ্গলবার জানাল সৌদি আরবের মালিকানাধীন আল-ইকবারিয়া টিভি।

আলি সালেহ ঘোষণা দিয়ে বলেছেন, “যতক্ষণ পর্যন্ত না ইমেয়েনের মাটি থেকে শেষ হুতিটি বিতাড়িত হচ্ছে ততক্ষণ আমি যুদ্ধের নেতৃত্ব দেব...আমার বাবার রক্ত ইরানের কানে নরকযন্ত্রণাকর ঘন্টা বাজাবে।”

এ সময় আহমেদ তার বাবার সমর্থকদেরকে ইরান-সমর্থিত শিয়া হুতি মিলিশিয়াদের হাত থেকে ইয়েমেনকে মুক্ত করার আহ্বান জানান।

তবে এ খবরের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

আব্দুল্লাহ সালেহর মৃত্যুতে ইয়েমেনে বহুপাক্ষিক যুদ্ধ আরও জটিল আকার ধারণ করেছে। সালেহর অনুগতদের মধ্যে সামরিক কর্মকর্তারাসহ আদিবাসী নেতারা অনেকেই আছেন এবং তার অনুসারীরা এখনও যুদ্ধে প্রভাব বিস্তার করতে সক্ষম।

সালেহর ছেলে আহমেদ সালেহ এলিট রিপাবলিকান গার্ডের সাবেক নেতা। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নির্বাসনে আছেন। আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থক দেশ।

ধারণা করা হচ্ছে, আহমেদ আলি বাবার নেতৃত্বের হাল ধরতে পারেন এবং ইয়েমেনের রাজনীতিতে তার পরিবারের প্রভাব অব্যাহত রাখতে পারেন।

সূত্র : বিডি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়