শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৮ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিয়েভে জর্জিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট গ্রেপ্তার

 

মাহাদী আহমেদ : জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট ‘মিকেলি সাকাশভিলি’কে মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কিয়েভ পুলিশ জানিয়েছে, কিয়েভে তার বসবাসের অ্যাপার্টমেন্টটিতে পুলিশ বারবার তল্লাসী করতে চাওয়ার কারনে তিনি বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দেওয়ার হূমকি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সাকাশভিলি তার দল ‘মুভমেন্ট অব নিউ ফোর্সেস পার্টি’র সদস্য ও অনুসারীদের আহŸান জানিয়েছেন বর্তমান সরকার প্রধান ‘পেট্রো পোরোশেঙ্কো’কে ক্ষমতাচ্যুত করতে প্রয়োজনীয় নতুন একটি বিল পাস করাতে কিয়েভের প্রধান চত্বরে সমাবেশ করার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বর্তমান প্রেসিডেন্ট পোরোশেঙ্কো তার ইউক্রেনিয় নাগরিকত্ব বাতিল করে দেয়। অতপর: চলতি বছরের সেপ্টেম্বরে সাকাশভিলি তার সমর্থকদের সহায়তায় পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেনে পুনরায় প্রবেশ করেন।

এর পূর্বে ২০১৫ সালে ইউক্রেনের নাগরিকত্ব গ্রহন করার কারনে জর্জিয়া প্রশাসন তার নিজ দেশের নাগরিকত্ব বাতিল করে দেয়।

এ ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কো তাকে ‘অডেসা’ প্রদেশের গভর্নর পদে নিযুক্ত করেন। এরপর ২০১৬ সালে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন ও ইউক্রেনে ‘মুভমেন্ট অব নিউ ফোর্সেস পার্টি’ নামক একটি দল গঠণ করেন। অতপর: প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর বিরুদ্ধে সাকাশভিলি দূর্নীতির অভিযোগ আনেন, এর ফলে তাদের মধ্যে বিরোধীতার সৃষ্টি হয়। সূত্র : আনাদলু এজেন্সি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়