শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিজন সম্প্রদায়ের মাঝে শিক্ষা বিস্তারে আন্তর্জাতিক পুরস্কার লাভ করায় অয়ন চক্রবর্তীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচার এবং দরিদ্র হরিজন সম্প্রদায়ের মাঝে শিক্ষা বিস্তারে জন্য ‘বিশ্ব সংখ্যালঘু দিবস- ২০১৬’তে আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছে বরিশালের সপ্তম শ্রেণীর ছাত্র অয়ন চক্রবর্তী। মাতুয়া সম্প্রদায়ের এই মেধাবী শিক্ষার্থীর এই কৃতিত্বে বিভিন্ন দল-সংগঠন অভিনন্দনের পাশাপাশি সংবর্ধনা দিয়েছে। এ ছাড়া বিশ্ব মতুয়া ছাত্র পরিষদ (ডব্লিউএমএসপি) অয়ন চক্রবর্তীকে ‘মাতুয়ারত্ন’ উপাধি দিয়েছে।

সম্প্রতি লন্ডনে ডব্লিউএমএসপি- এর কেন্দ্রীয় কার্যালয়ে বার্ষিক কার্যনির্বাহী সভায় অয়ন চক্রবর্তীকে এই উপাধি দেয়। ডব্লিউএমএসপি- এর প্রধান উপদেষ্টা মানবাধিকার কর্মী অনিমা ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

বিশ্ব মতুয়া ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পতিতপাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ প্রচারে ও সমাজ থেকে বর্ণবাদ নামক কুপ্রথা দূরীকরণে বাংলাদেশের মেধাবী ছাত্র ও আন্তর্জাতিক পর্যায়ে পুরষ্কৃত অয়ন চক্রবর্তী বিরাট অবদান রাখছে। তাঁর এই কর্মকান্ডে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিশ্ব মতুয়া ছাত্র পরিষদ তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, অয়ন চক্রবর্তী বরিশাল জিলা স্কুলের ছাত্র এবং কৃতি শিক্ষক প্রয়াত দক্ষিণা রঞ্জন চক্রবর্তীর নাতি ও বিশিষ্ট আইনজীবী সজল চক্রবর্তীর সন্তান।

এদিকে বরিশালের সর্বস্তরের মতুয়া সম্প্রদায়ের তরফ তাকে মেধাবী এই শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশালের ঐতিহ্যবাহী চারণ কবি মুকুন্দ দাস প্রতিষ্ঠিত কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে গত শুক্রবার শ্রী শ্রী শান্তি হরিচাঁদ ব্রজমোহন ঠাকুর যুব সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কংগ্রেস- বাংলাদেশের প্রেসিডেন্ট মতুয়াবন্ধু ছাবের আহম্মদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দ্য মুসলিম টাইমস ও দৈনিক গণজাগরণ এর নির্বাহী সম্পাদক উমর ফারুক জালাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ এর সিনিয়ার ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মো. ইউসুফ আলী চৌধুরী, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, জ্যেষ্ঠ আইনজীবী শ্রী সজল কুমার চক্রবর্তী এবং শ্রীশ্রী শান্তি হরিচাঁদ ব্রজমোহন ঠাকুর যুব সংগঠনের সভাপতি শ্রী গৌতম মিত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঐতিহ্যবাহী মুকুন্দ দাসের কালীবাড়ি মন্দিরের সভাপতি শ্রী মানিক মুখার্জী (কুডু)।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঐতিহ্যবাহী মুকুন্দ দাসের কালীবাড়ি মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী নির্মল কান্তি ব্যানার্জি। অনুষ্ঠানে অতিথিদের পুষ্পমাল্য পড়িয়ে দেন শ্রীশ্রী শান্তি হরিচাঁদ ব্রজমোহন ঠাকুর যুব সংগঠন, বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শ্রী লক্ষ্মণ চন্দ্র রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়