শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৩১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৭, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি শেয়ার : আটক গ্রাম্য ডাক্তার

খোকন আহম্মেদ হীরা, বরিশাল : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ করা ছবি শেয়ার করে ছড়িয়ে দেয়ায় লুৎফর রহমান (৪০) নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছেন গ্রামবাসী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে জেলার বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জানান, আটককৃত গ্রাম্য ডাক্তার লুৎফর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাইসাঙ্গা গ্রামে। সে বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে ঘরজামাই থেকে গ্রাম্য ডাক্তারী পেশায় কর্মরত ছিলেন।

বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ফেসবুকে আত্মঘাতী নামের একটি আইডি থেকে পোষ্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ করা ছবি শেয়ার করার অভিযোগে গ্রামবাসী লুৎফর রহমান নামের এক গ্রাম্য চিকিৎসককে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছেন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় ইলুহার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদি হয়ে তথ্য প্রযুক্তি আইনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওসি আরও জানান, উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়