শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রতি ইসির পক্ষপাতিত্ব : অভিযোগ হাছান মাহমুদের

জিয়াউদ্দিন রাজু: স্থানীয় নির্বাচনে বিএনপির সাবেক এমপি, মন্ত্রী প্রচারণা অংশ নিতে পারে। চাইলে খালেদা জিয়াও অংশ নিতে পারেন। কিন্তু আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী প্রচারণা অংশ নিতে পারেন না। এটা বিএনপির প্রতি ইসির পক্ষ পাতিত্বমূলক আচরণ বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার প্রাঙ্গণে জাতীয় গণতান্ত্রিক লীগের আয়োজিত হোসেন শহীদ সোহরাওয়াদীর ৫৪তম মৃত্যুবার্ষীকি উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, এসব বিধির কারণে সরকারি দলের প্রতি বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। এই আইনটির পরিবর্তন হওয়া প্রয়োজন। বেগম জিয়ার সমালোচনা করে তিনি আরও বলেন, বিদেশী গণমাধ্যমের খালেদা জিয়ার দুর্নীতির চিত্র প্রকাশ হওয়া, দুর্নীতির বিষয়ে কোন কথা বলছেন না বিএনপির নেতারা।

হোসেন শহীদ সোহরাওয়াদী গণতন্ত্রের মানসপুত্র উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রচন্ড বিশ্বাস করতেন। বঙ্গবন্ধু কখনো পাকিস্তান ভিত্তিক রাজনীতি বিশ্বাস করেননি।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আক্তারুজ্জামান, এডভোকেট সামছুল হক টুকু, বলরাম পোদ্দার, অরুন রায়, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়