শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:১০ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনা থেকে ৮ জেলেকে অপহরণ : মুক্তিপণ দাবি

অচিন্ত্য মজুমদার, ভোলা : ভোলার সদর উপজেলার মাঝেরচর এলাকার মেঘনা নদী থেকে মাছ ধরার সময় হামলা চালিয়ে ৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। আজ মঙ্গলবার সকালে এ অপহরণের ঘটনা ঘটে।

এসময় তারা মাছ ধরার জালসহ ও অনান্য সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নে। পরে মোবাইল ফোনে অপহৃতদের মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দবি করেছে দস্যুরা। এদিকে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।

অপহৃতদের মধ্যে স্বপন ও রহিম মাঝি ছাড়া এখনও বাকি জেলেজের নাম পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয় জেলে হোসেন মাঝি ও আনোয়ার জানান, প্রতিদিনের মত মেঘনা নদীর মাঝেরচর এলাকায় জেলেরা মাছ শিকারে জাল ফেলে। সেখানে আগে থেকে ওত পেতে থাকা জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলেন। এসময় ট্রলারে থাকা জেলেরা নদীতে ঝাপিয়ে পড়লেও জলদস্যুরা স্বপন, রহিমসহ ৮ জেলেকে জিম্মি করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যমে তাদের মুক্তিপণ হিসেবে তিন লক্ষ টাকা দাবি করে জলদস্যুরা।

ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ড স্টাফ অফিসার (অপারেশন) লেঃ দেবায়ন চক্রবর্তী জানিয়েছেন, জলদস্যুদের হামলার ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড দল অভিযান শুরু করেছে।

অপরদিকে ঘটনা তদন্তে পুলিশের একটি দল মাঠে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়