শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:১০ দুপুর
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতৃহত্যায় প্রতিশোধের ঘোষণা দিলেন আব্দুল্লাহ সালেহর ছেলে

পরাগ মাঝি : ইয়েমেনের সদ্য নিহত সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর ছেলে পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বিরোধের জের ধরে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা সালেহকে হত্যা করেছে বলে দাবি করেছে। সৌদি মালিকানাধীন আল-একরাবিয়া টেলিভিশনে সালেহর ছেলে আহমেদ আলি সালেহ ঘোষণা দিয়েছেন, ‘যতক্ষন পর্যন্ত না ইমেয়েনের মাটি থেকে শেষ হুতিটি বিতাড়িত হবে ততক্ষন পর্যন্ত আমি যুদ্ধের নেতৃত্ব দেবো।’

আহমেদ আরও বলেন, ‘আমার বাবার রক্ত ইরানের কানে নরকের ঘন্টা বাজাবে।’ আহমেদ এ সময় পিতার সহকারীর প্রতি অনুরোধ করেন যেন তিনি ইরানপন্থী হুতিদের হাত থেকে ইয়েমেনকে আবারও মুক্ত করার শপথ নেন।

ধারণা করা হচ্ছে, ইয়েমেনি এলিট রিপাবলিকান গার্ডের সাবেক কমান্ডার তার বাবার নেতৃত্বের হাল ধরতে পারেন এবং ইয়েমেনের রাজনীতিতে তার পরিবারের প্রভাবকে তিনি অব্যাহত রাখবেন।

সোমবার ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত হন। তার দল জেনারেল পিপলস কংগ্রেসের এক সদস্য ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জেনারেল পিপলস কংগ্রেস দলের এক নেতা ফায়কা আল সাইদ, সালেহর হত্যার জন্য হুতি বিদ্রোহীদের দোষারোপ করেন।

এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহী সংবাদ নেটওয়ার্কের রিপোর্টে দাবী করা হয়, আলি আবদুল্লাহ সালেহ নিহত হয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হুতিদের প্রকাশ করা একটি ভিডিওতে সালেহ সদৃশ একটি মৃতদেহও দেখা গেছে। আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়