শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৪ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দায়হীন দুর্নীতি, জবাববিহীন প্রশাসন, শাস্তিবিহীন অপরাধ

রাজেকুজ্জামান রতন : র্দীর্ঘদিন ধরে দেখছি, বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে। টাকাগুলো কিভাবে পাচার হয়? কেউতো এগুলো পকেটে করে নিয়ে যায় না। টাকাগুলো পাচার হয়, আন্ডার ওয়ার্কিংয়ের মাধ্যমে। অথবা হুন্ডির মাধ্যমে, ভুয়া এলসি খুলে। কখনো কখনো কোনো ধরনের পণ্য আমদানী না করেই টাকা বিদেশে পাঠায়। কিছুদিন আগে আমরা দেখলাম, গার্মেন্টস শিল্পের নামে ৬শ কোটি টাকা পাচার করা হয়েছে। সম্প্রতিক সময়ে পোলট্রিশিল্পের নামে মদ আমদানির বিষয়টি আমরা দেখছি। কোনো লাইসেন্স নেই, প্রতিষ্ঠান নেই তবু

ব্যাংক তাদের যাচই করা ছাড়া এলসি দিয়েছে।

কখনো কখনো চট্টগ্রাম বন্দরের কন্টিনারে যে জিনিস নিয়ে আসার কথা সেটার পরিবর্তে অন্য জিনিস দেখছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমরা সবই দেখছি। এর কারণ কী? এর ফল জাতি কিভাবে ভোগ দেশবাসী করছে? এসব কিছুর কারণ, আমাদের জবাবদিহিতার বড়ই অভাব। কে জবাবদিহি করবে? বাংলাদেশে যারা গোয়েন্দাসংস্থা তাদের ভূমিকা কী? আমাদের এখানে আমাদনীকারক প্রতিষ্ঠানগুলোর উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে? আমরা যে অবৈধ অর্থের কথা বলছি বা আয়ের বহির্ভুত অর্থ বা কালোটাকার কোনো জবাবদিহিতা নেই। সেই জবাবদিহিতাবিহীন অর্থনৈতিক ব্যবস্থাই ক্রমাগতভাবে দুর্নীতি, অর্থপাচার, দেশের সম্পদ বাইরে পাচার করার জন্য উৎসাহিত করছে। মালশিয়াতে যারা সেকেন্ড হোম করেছেন, তারা টাকা কিভাবে নিয়ে গেছে? কানাডাতে যারা বেগম

 

প্যালেস করেছেন, তারা টাকা কিভাবে নিয়ে গেছেন? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়, একটা দুর্নীতির বিরাট ভূমিকা এখানে কাজ করছে। এসব লক্ষণগুলো আমরা দেখছি। এগুলো দূর করার পদক্ষেপ নিতে হবে। প্রতিবছর গড়ে ৭২ হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে! এর দায় আমাদের গোটা জনগণকে নিতে হয়। সুবিধা গ্রহণ করে কিছু মানুষ। দায় বহন করতে হয় জনগণের।

আমাদের দেশের শ্রমজীবী মানুষের বেতন বাড়ে না। স্বল্প আয়ের মানুষগুলোর জীবন-যাপন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু ক্রমাগত দেশের টাকা বাইরে পাচার হচ্ছে। এটা কোনোভাবে চলতে দেওয়া যায় না

 

। আমাদের সরকারকে ও বাংলাদেশ ব্যাংকে এর জবাবদিহি করতে হবে। ব্যাংকের মাধ্যমে ১৫ হাজার কোটি টাকা দুর্নীতির বিষয়টি পত্রিকায় এসেছে। কিন্তু এরপরে আর কোনো পদক্ষেপ দেখি নি। আমরা পত্রিকায় পড়ি ঠিকই, কোনো কার্যকর ভূমিকা দেখি না। দায়হীন দুর্নীতি এবং জবাববিহীন প্রশাসন, শাস্তিবিহীন অপরাধ। এই তিনটাই আমাদের দেশে ক্রমাগত বেড়ে চলছে। এর ফলেই আমাদের অর্থনৈতিক দুর্নীতি, আর্থিক লুটপাট তার পাশাপাশি আমাদের দেশে অবৈধ জিনিসের আমদানি ও টাকা পাচার চলছে। ইয়াবা, হিরোইন, মদ সবকিছ্ইু বাংলাদেশে অবৈধভাবে আসছে। এসব গুলো আমাদের অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক পরিবেশকে একটা বিপর্যেয়ের মধ্যে নিয়ে যাচ্ছে।

পরিচিতি : কলামিস্ট ও কেন্দ্রিয় কমিটির সদস্য, বাসদ
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়