শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:১১ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্তীকৃতদের ক্যাডারের মর্যাদা দেয়া হবে না : শিক্ষামন্ত্রী

নাফরুল হাসান : আত্তীকৃত সরকারি কলেজের শিক্ষকরা এখন আর বিসিএস ক্যাডারের মর্যাদা পাচ্ছেন না। তবে এই শিক্ষকরা ক্যাডারের মর্যাদাই চায়। অন্যদিকে বিসিএস ক্যাডার শিক্ষকরা বলছেন, আত্তীকৃত কলেজ শিক্ষকদের কোন ভাবেই ক্যাডার র্মযাদা দেয়া যাবে না। এর জন্য তারা আন্দলোনের পাশাপাশি আলোচনা করতেও রাজি । এদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আত্তীকৃত শিক্ষকরা বিসিএস মার্যদা পাবেন না। এ জন্য আইন পরির্বতন করা হবে।

চার দশক ধরে বিসিএস শিক্ষা ক্যাডারে যুক্ত হয়ে আসছেন সরকারকৃত কলেজ শিক্ষকরা। এবার যখন একযোগে ২৮৫ কলেজে ১২ হাজার শিক্ষকের চাকরি সরকারি হতে যাচ্ছে তখন তার বিরোধিতা করছেন বিসিএস পরিক্ষা দিয়ে আসা শিক্ষকরা। কলেজ শিক্ষকদের ক্যাডার মর্যাদা না দেয়ার দাবিতে মহাসমাবেশ সহ কর্মসূচি পালন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি । এদিকে আগামী জানুয়ারি মাসেও তিনদিনের কর্মবিরতি ঘোষণা দেয়া আছে। পাশাপাশি একটি রিট আবেদনের উপর শুনানি চলছে হাই কোর্টে ।

এ সম্পর্কে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘কলেজগুলো জাতীয়করণ হবে এবং শিক্ষকগণ ওই কলেজেই থাকবেন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে জাতীয়করণ তখনই সম্ভব যদি সেই শিক্ষকগুলোকে ক্যাডারের বাহিরে থাকে এবং এর জন্য মন্ত্রীমহাদ্বয়ের প্রতি কৃতজ্ঞ।’

এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন , ‘সরকারিকৃত কলেজ শিক্ষকরা বিসিএস ক্যাডারের মর্যাদা পাবেন না। আর এর জন্য আইন পরিবর্তনের কাজ চলছে।’

এদিকে বিসিএস ক্যাডারের মর্যাদার দাবি পূরণ না হলে আদালোতে যাবেন আত্তীকৃত কলেজ শিক্ষকরা। এ সম্পর্কে সরকারিকরণকৃত কলেজ শিক্ষক সমিতির সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘সরকার এর আগে শিক্ষক নিয়োগ দেয়ার সময় ক্যাডার মর্যাদা দিয়েছে। সরকারি করণের একই প্রক্রিয়ায় দুইরকম হলে শিক্ষা ব্যবসায়ায় নৈরাজ্য সৃষ্টি হবে।’

২০১০ সালে উন্নিত জাতীয় শিক্ষানীতিতে বিসিএস ক্যাডারদের অগ্রাধিকার দেয়ার কথা বলা হযেছে। এমনকি পৃথক একটি নীতিমালা তৈরী করে কলেজ সরকারিকরণের কথা বলা হয়েছে।
সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়