শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ পূর্ণ কার্যকর করার পক্ষে রায় দিলো মার্কিন আদালত

USA-TRUMP/IMMIGRATION-PHILADELPHIA

সজিব সরকার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ অবশেষে পূর্ণ কার্যকর করতে যাচ্ছেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে ৬টি মুসলিম প্রধান দেশের উপর যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ স্থগিতের আদেশ খারিজ করে দেয়।

এর ফলে প্রায় ১ বছর ধরে চলা এই আলোচিত-সমালোচিত আইনটি চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলো। যুক্তরাষ্ট্রকে মুসলিম জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য এ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।

একটি বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেসন বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় যুক্তরাষ্টের জনগনের নিরাপত্তার জন্য একটি বিজয়। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা জাতীয় নিরাপত্তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিধিসঙ্গত প্রস্তাবকে বিজয়ী হতে সাহায্য করেছে।’

যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হবে বলে গত সপ্তাহে ট্রাম্প একটি টুইট বার্তায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এর আইনজীবি ওমর জাদওয়াত বলেন, ‘মুসলমানদের বিষয়ে ট্রাম্পের কুসংস্কার নতুন কোন ঘটনা নয়। এটি খুব দু:খজনক যে এখন থেকে নিষেধাজ্ঞা শুরু হল। তবে এটি যে খুব উপকারী হবে তা নয়।’

ট্রম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলার কয়েকজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। নিম্ন আদালত এক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি। রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়