শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৫ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার বক্তব্য আজই শেষ করতে হবে

সজিব খান: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে আজই শেষ করতে হবে, অথবা তাকে লিখিত আকারে বক্তব্য জমা দিতে হবে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বেগম খালেদা জিয়া। বকশীবাজারের ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়ার জামিন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি উপস্থাপন উত্তোলনপূর্বক আত্মপক্ষ সমর্থনের আবেদন মঞ্জুর করেন।

তবে আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবীরা আদালতে আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দিতে আবেদন করলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিরোধীতা করেন। আদালতে তিনি আবেদন করে বলেন, ‘সাত-সাতদিন খালেদা জিয়া বক্তব্য দিয়েছেন, আর কত? তার লিখিত বক্তব্য নেয়া হোক।’

এরপর আদালত তার আবেদন মঞ্জুর করে আজকের মধ্যেই খালেদা জিয়াকে বক্তব্য শেষ করার আদেশ দেন এবং শেষ করতে না পারলে বক্তব্য লিখিত আকারে পেশ করে জমা দিতে বলেন। পরে আদালতে খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেয়া শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়