শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরবে বসন্তের ছোঁয়া

ফজলে রাব্বী খান : ২০১০ সালের শেষের দিকে তিউনেশিয়ায় দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে ‘আরব বসন্ত’ নামে যে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়, দাবানলের মত তা ছড়িয়ে পড়তে থাকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কি

ছু দেশসমূহে। আরব বসন্তের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসলেও এর উত্তাপ পৌছাতে পারেনি মরুরাষ্ট্র সৌদি আরবে। তবে সম্প্রতি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপকে আরবে পরিবর্তনের সম্ভাবনা হিসাবে দেখছে অনেক বিশেষজ্ঞ। ইতোমধ্যে প্রিন্স সালমান দুর্নীতির অভিযোগে রাজপরিবারের কিছুসংখ্যক যুবরাজ ও মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন।

‘দ্য নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রিন্স তার এই অভিযানকে দুর্নীতিমুক্ত ও উদার সৌদি গঠনের পদক্ষেপ হিসাবে আখ্যায়িত করেছেন। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী সৌদির সরকারি ব্যয়ের মোট ১০% দুর্নীতির মাধ্যমে বেহাত হয়। এ পর্যন্ত দুর্নীতি বিরোধী অভিযানের মা

 

ধ্যমে প্রায় ১০ হাজার কোটি ডলার উদ্ধার করা হয়েছে। এধরণের দুর্নীতির পেছনে অধিকাংশ ক্ষেত্রেই রাজপরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সৌদি রাজপরিবারের সদস্যদের সম্পদের হিসাব সাধারনত সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় না, যদি তা হতো তবে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত শীর্ষ ধনীদের তালিকায় ইউরোপ-আমেরিকার অনেকেই তাদের স্থান হারাতেন।
সৌদি রাজতন্ত্রের দুর্নীতি আর বিলাসিতার বিষয়ে সাধারন জনগন অনেকটাই হতাশ এবং এ নিয়ে তাদের ভেতর রয়েছে চাপা অসন্তোষ। খোদ প্রিন্সই গতবছর ৫০০ মিলিয়ন ইউরো দিয়ে বিশ্বের ১৫তম দীর্ঘ ইয়ট কেনেন বলে সংবাদ প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। তবে প্রিন্সের দুর্নীতির বিরুদ্ধে এই পদক্ষেপকে অনেকেই জনগনের ক্ষোভ প্রশমন করার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল হিসাবেই দেখছেন।

দুর্নীতি ছাড়াও প্রিন্স অবশ্য তেল নির্ভর অর্থনীতি থেকে বেড়িয়ে এসে নতুন অর্থনৈতিক খাত নির্মাণের জন্য ‘ভিশন ২০৩০’ নামের একটি কর্মকৌশল নিয়ে কাজ করছেন। এছাড়াও তিনি সৌদিকে উদার ও ভারসাম্যপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসাবে নির্মাণ করার কথা ব্যক্ত করেছেন, যা বিশ্বের সকল ধর্মের, ঐতি

 

হ্যের সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
ভূ-রাজনৈতিক কারণে সৌদির অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। সত্যিকারভাবে যদি সৌদিতে রাজতন্ত্রের বিপরীতে সংস্কার সফল হয়, তবে সেই পরিবর্তনের প্রভাবে কেবল সৌদি বা মধ্যপ্রাচ্য প্রভাবিত হবে না। বরং সমগ্র মুসলিম বিশ্ব এবং বিশ্বের অন্যান্য পরাশক্তি রাষ্ট্রসমূহের রাজনৈতিক সমীকরণেও এই পরিবর্তনের প্রভাবে প্রভাবিত হবে।
সৌদি রাষ্ট্রের এই পরিবর্তনের হাওয়া সৌদিকে কতখানি শীতল করে এখন সেটাই দেখার বিষয়।

লেখক : প্রকৌশলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়