শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঠোরবার্তা নিয়ে পাকিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সান্দ্রা নন্দিনী: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পাকিস্তান সফরে গিয়ে সেদেশের জনগণ ও সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

গত সোমবার এই সাক্ষাতে প্রতিবেশী আফগানিস্তানে হামলা চালাতে সন্ত্রাসীরা যেন পাকিস্তানকে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।

একদিনের সফরে পাকিস্তান এসে ম্যাটিস সন্ত্রাসবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার জনগণের লড়াইয়ের প্রশংসা করেন। তবে তিনি বলেন, ‘এটুকুই যথেষ্ট নয়। সন্ত্রাসবাদ নির্মূল করতে হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।’

ট্রাম্প সরকার গঠনের ১শ’ দিনেরও বেশিদিন পর দক্ষিণ এশিয়া-বিষয়ক মার্কিন রাজনৈতিক কৌশল ঘোষণায় ইসলামাবাদ-বিষয়ে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থান ফুটে উঠেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রথমবারের মত পাকিস্তান সফরে আসার আগে ম্যাটিস বলেছিলেন, ’পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের লক্ষ্য হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ঐক্যমতে পৌঁছানো।’

তবে, মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, ‘জিমের এই সফরে সফলতার সম্ভাবনা ক্ষীণ। কেননা, আপাতদৃষ্টিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থানের কোন পরবির্তন দেখা যাচ্ছে না।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়