শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেম বিতর্কে সরব মার্কিন ও বিশ্ব নেতৃবৃন্দ

অরণ্য কাশ্যপ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম’কে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার পরিকল্পনা সারা পৃথিবীতে কূটনীতিক ও রাজনীতিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এমনকি যুক্তরাষ্ট্রেও তার এই বিতর্কীত পরিকল্পনা নিয়ে চলছে সমালোচনা।

জেরুজালেম মুসলিম ও ইহুদি উভয় ধর্মের কাছেই পবিত্র একটি স্থান। ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ই নিজেদের অধীনে বলে দাবি করে। দ্বিপক্ষীয় আলোচনা সাপেক্ষে সমস্যাটি নিয়ে তাদেরই সিদ্ধান্ত নিতে হবে এবং যুক্তরাষ্ট্র এমন কোন পদক্ষেপ গত কয়েক দশকের রাষ্ট্রীয় নীতিমালা লঙ্ঘন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছে।

ট্রাম্প একতরফাভাবে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুসালেমকে স্বীকৃতি দিতে পারেন বলে সোমবার উদ্বেগ প্রকাশ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাবেক মার্কিন কাউন্টার-টেররিসম বিশেষজ্ঞ ডানিয়েল বেঞ্জামিন বলেন, ‘এমন সিদ্ধান্ত গ্রহণ আগুন নিয়ে খেলার সমতুল্য।’

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তির আগে এ ধরনের পদক্ষেপ শান্তি প্রক্রিয়ার উপর বিরুপ প্রভাব ফেলবে বলে সোমবার জানায় সৌদি প্রশাসন। জর্দান ও তুরস্কের নেতৃবৃন্দ সহ আরব লিগের প্রধান সতর্ক করে দিয়ে বলেন, এই পদক্ষেপটি সহিংসতা তৈরী করবে এবং বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাবে।

এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিশ্ব নেতাদের হস্তক্ষেপ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়া ধ্বংস করবে।’

মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে রয়টার্সকে জানান, ট্রাম্প বুধবার জেরুজালেম’কে ইসরায়েলের রাজধানী ঘোষণা করতে পারেন। যদিও ট্রাম্পের জামাতা ও প্রশাসনিক উপদেষ্টা জারেড কুশনার রোববার বলেন, সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত নয়। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়