শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩২ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোট বাতিল, জিএসটি ,পতিদার আন্দোলনের যোগফল কংগ্রেসের শক্তি

আশিস গুপ্ত,সুরাট (গুজরাট): ঘটনাটা ঘটেছিল আমার এক প্রবীণ সাংবাদিক বন্ধুর সঙ্গে। গুজরাটের মানুষদের মানসিকতা বোঝাতে ঐ ঘটনাটা আমাকে বলেছিলেন বন্ধুটি।

কর্মসূত্রে প্রায় আড়াই দশক ধরে আমেদাবাদের বাসিন্দা তিনি। একটি চশমার দোকানের স্থায়ী খদ্দের ছিলেন বন্ধুটি।তিনি একদিন নিজের পরিচিত একজনকে পরামর্শ দিলেন, তার পরিচিত চশমার দোকান থেকে চশমা বানানোর জন্য। এর বেশ কিছুদিন পরে হঠাৎ-ই চশমা দোকানের মালিকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায় আমার বন্ধুর। দু'জনের মধ্যে কথা শুরু হবার আগেই চশমার দোকানের মালিক ১০০টাকার একটি নোট আমার বন্ধুকে দিতে চায়।কেন ঐ নোট, প্রশ্ন করা হলে দোকান মালিক বলেন, 'আপনার পাঠানো এক ভদ্রলোক আমার দোকান থেকে চশমা নিয়ে গিয়েছেন । তাই এই টাকাটা আপনার প্রাপ্য। 'আসলে এটাই হলো গুজরাট। সব সম্পর্কের আধার এখানে ব‍্যবসা । আর সেই ব‍্যবসায় যখন আঘাত লাগে তখন অস্থির হয়ে ওঠে, গুজরাটি সমাজ, ছিন্ন হয় সামাজিক-রাজনৈতিক বন্ধন।

নোট বাতিল ও জিএসটি মোক্ষম আঘাত হেনেছিল গুজরাটের ব‍্যবসা ,বাণিজ্যে । যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি সুরাটের বস্ত্র শিল্প, হিরে শিল্প। নোট বাতিল ও চীনের আগ্রাসী বাণিজ্য যেমন হীরা শিল্পকে প্রায় কোমায় পাঠিয়ে দিয়েছিল, তেমনই জিএসটি'র ধাক্কায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বস্ত্র শিল্পের। সুরাটের বিখ্যাত টেক্সটাইল মার্কেটের লাগোয়া অঞ্জনা ফার্ম এলাকায় একটা পাওয়ারলুম ফ‍্যক্টরির সামনে দাঁড়িয়ে কথা হচ্ছিল মুম্বাইয়ের এক মধ‍্যবয়স্ক বাসিন্দা মহেশ এর সঙ্গে। তিনি বললেন,"জিএসটি চালু হবার সঙ্গে সঙ্গে এখানে বস্ত্র উৎপাদন এবং ব‍্যবসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। টানা ১৫দিন বন্ধ ছিলো টেক্সটাইল মার্কেট। সারা ভারত থেকে এখানে কাজ করতে আসা শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরে যায়। এখন ধীরে ধীরে কার্জক্রম আবার শুরু হলেও স্বাভাবিক অবস্থায় কবে ফিরবে এই শিল্প তা এখন বলা সম্ভব নয়।

"এর প্রভাব কি ভোটের বাক্সে পড়বে না ? কংগ্রেস নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সুরাটে নির্বাচনী প্রচারে এসে ঠিক এই প্রশ্নেই বেকায়দায় ফেলতে চেয়েছেন বিজেপিকে। কারণ কংগ্রেসের স্বপ্ন বাস্তবায়িত করতে হলে সুরাটের মতো শহর-শিল্পাঞ্চলে বিজেপি দূর্গে দাঁত ফোটাতে হবে। যেটা সম্ভব নয় বলেই মনে করেন বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ব‍্যবসায়ী দীনেশ রাজপুত। তিনি বললেন,"জিএসটি'র জন্য ছোট ব‍্যবসায়ীরা কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বিজেপির ক্ষমতায় ফিরতে অসুবিধা হবেনা। কারণ গত এক বছরের দুটি সমস্যা ছাড়া, গত১৫বছরে উন্নয়নের কাজ হয়েছে অনেক। সুরাট শহরের মধ্যেই এতবড় শিল্পাঞ্চল। কোথাও নোংরা, আবর্জনা অথবা ভাঙাচোরা রাস্তা দেখেছেন? কিছুটা প্রভাব পড়লেও, জিএসটি'র ব‍্যথা কমতে শুরু করেছে।" তবে বাস্তব এতো সহজ সরল নয়। রোববার সুরাট শহরে পতিদার আন্দোলনের নেতা হার্দিক প‍্যটেলের মটর সাইকেল র‍্যালির বহর দেখে বিজেপি জেলা নেতাদের রাতের ঘুম চলে গিয়েছে। ২০১২ সালের নির্বাচনে সুরাট জেলার ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনই জিতেছিল বিজেপি। শুধুমাত্র ১টি আসন ছিল কংগ্রেসের কাছে । এবার এই জেলার ফলাফল রাজ‍্য রাজনীতিতে অঘটন ঘটাতে পারে। কারণ, নোট বাতিল+জিএসটি+হার্দিক প‍্যটেলের পতিদার আন্দোলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়