শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৭ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়ানডেতে ফিরছেন স্টোকস-হেলস

স্পোর্টস ডেস্ক: স্টোকস এবং হেলসকে ছাড়াই স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে লড়ছে ইংলিশরা। ব্রিস্টলে মারামারির ঘটনায় জড়িত থাকার দায়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ স্কোয়াড থেকে ছিটকে পড়েছিলেন ইংল্যান্ডের সেরা অলরাউন্ডার বেন স্টোকস এবং তার সতীর্থ অ্যালেক্স হেলস। তবে, ওয়ানডে সিরিজে এই দুই তারকাকে দেখা যেতে পারে ইংলিশ দলে। ব্রিটিশ গণমাধ্যমে এমন খবরই প্রকাশ হচ্ছে।

দ্বিতীয় টেস্টের পরই ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড। তার আগে বোর্ডের একাধিক সূত্র থেকে জানানো হয়, স্টোকস আর হেলস দু’জনকেই স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রিস্টল কেলেঙ্কারির পর দুই মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন স্টোকস। তবে গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে পেশাদারী ম্যাচ খেলতে অনুমতি দেয়। তিনি ইংল্যান্ড ছেড়ে জন্মভূমি নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের দল ক্যান্টাবুরিতে নাম লেখান। প্রতিযোগিতামূলক ম্যাচে প্রত্যাবর্তনটা মোটেই ভালো হয়নি ইংল্যান্ডের অলরাউন্ডার স্টোকসের। ব্যাটে-বলে কোনো সুবিধেই করতে পারেননি বিতর্কিত এ তারকা। পাশাপাশি ম্যাচও হেরেছে তার দল।

ফোর্ড কাপে ৫০ ওভারের ম্যাচে নিজ দলের প্রথম ম্যাচে ব্যর্থ ডানহাতি তারকা স্টোকস। ওটাগোর বিপে হারের ম্যাচে সাত বলে দুই রান করে বোল্ড হন তিনি। পরে বোলিং করেও ছিলেন উইকেট শূন্য। ৯ ওভার বল করে খরচ করেন ৪৯ রান। তার দল হারে ৩ উইকেটে।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টলে বাজে এক ঘটনায় জড়িয়ে পড়েন স্টোকস। নাইটকাবের বাইরে মদ্যপ অবস্থায় একজনকে অন্তত ১৫টি ঘুশি মারেন তিনি। এ ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে অভিযুক্ত স্টোকসকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু শর্তসাপেে ছেড়ে দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয় তদন্তের স্বার্থে আবারও ডাকা হবে। এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় ইংল্যান্ড শিবিরে। তাকে বাদ দেওয়া হয় অ্যাশেজের ইংলিশ দল থেকে। দ্য সান

  • সর্বশেষ
  • জনপ্রিয়