শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধ ছাড়া বছরে ১৬০০ সেনার প্রাণহানি হচ্ছে ভারতে

ওমর শাহ : ভারতে প্রতি বছর কোনো যুদ্ধ ছাড়াই অন্তত ১,৬০০ সেনা প্রাণ হারাচ্ছে। দুর্ঘটনা, আত্মহত্যা ও অসুস্থতার কারণে এসব সেনারা মারা যাচ্ছে। যুদ্ধ ও সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে প্রাণহানির চেয়েও এ সংখ্যা দিগুণ বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর ৩৫০ জন সেনা, নৌ ও বিমান বহিনীর সদস্য মারা যায়। এ ছাড়া, প্রতি বছর গড়ে ১২০ জন সেনা জীবন হারায় আত্মহত্যা কারণে। আর যেসব কারণে ভারতীয় সেনা মারা যায় তা হচ্ছে প্রশিক্ষণকালীন দুর্ঘটনা ও স্বাস্থ্যগত জটিলতা।

এ বিষয়ে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, গোলাগুলি ছাড়াই বছরে দু ব্যাটালিয়ন সেনার মৃত্যু ঘটছে। আত্মহত্যার ঘটনা বিশেষ উদ্বেগের কারণ। দুর্গম এলাকায় দীর্ঘ দিন থাকতে বাধ্য হয়ে সেনারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলে পরিচিত হিমালয়ের সিয়াচেন সীমান্তে পাহারার দায়িত্বে থাকা সেনারা প্রবল ঠাণ্ডায় কাবু হয়ে যায়। উত্তর-পূর্বাঞ্চলে ও কাশ্মিরে জঙ্গীদের লড়াইতেও প্রাণহানি ঘটে বলে জানা যাচ্ছে।

বিশ্বের যেসব দেশে ভয়াবহ মাত্রায় সড়ক দুর্ঘটনা ঘটে ভারত তার অন্যতম। এছাড়া দেশটিতে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনাও ঘটে। তবে সুশৃঙ্খল বাহিনীতে যখন এসব কারণে অনেক উঁচু মাত্রার মৃত্যুহার তখন তা অনেকের জন্য উদ্বেগের কারণ। দেশটিতে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৬,৫০০ সদস্য মারা গেছে। সূত্র : টাইম অব ইন্ডিয়া ও জিও নিউজ উর্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়