শিরোনাম

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩১ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুর মুখে সৌদি সুর, ইরানকে নাজি জার্মানির সঙ্গে তুলনা

রাশিদ রিয়াজ : নিউ ইয়র্ক টাইমস’এ দেয়া এক সাক্ষাতকারে সম্প্রতি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন। এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান নাজি জার্মানির মত। একই সঙ্গে তিনি দাবি করেছেন মধ্যপ্রাচ্যের অর্ধেক অঞ্চলের মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের দেশ লাভবান হবে বলে বিশ্বাস করে। হার্তেজ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত সাবান ফোরামে স্যাটেলাইট যোগে নেতানিয়াহু তার জেরুজালেম অফিস থেকে এক আলোচনায় অংশ নিয়ে বলেন, ইরান সন্ত্রাস ও ইহুদি হত্যায় ভিত্তিহীনভাবে প্রতিশ্রুতিবদ্ধ যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি ইহুদিদের হত্যা করেছে। ইহুদী সম্প্রদায়কে ধ্বংস করার এধরনের অভিযোগ কোনো বিলাসিতা নয় বলেও জানান নেতানিয়াহু। তিনি বলেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি কখনোই মেনে নেওয়া যায় না। ওয়াশিংটনের নীতিনির্ধারকদের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে পারমানবিক সমঝোতা ও চুক্তিকে মস্ত বড় একটি ভুল ও তা শুধরানোর আহবান জানান। নেতানিয়াহু দাবি করেন ওই চুক্তির জন্যে তেহরানকে পারমানবিক অস্ত্র তৈরির স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইরানের বর্তমান সরকার পতনের পর ইসরায়েল হবে প্রথম দেশ যে দেশটির সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। ভবিষ্যতে ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে খোলাখুলি সম্পর্ক স্থাপন করবে যা এখন গোপনভাবে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্ধেক মানুষ ইসরায়েলের শক্তি ও সম্পদ সম্পর্কে জানে এবং তার দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে তারা কতটা লাভবান হবে তাও জানে।

যুক্তরাষ্ট্রে সাবান ফোরাম পরিচালনা করে ব্রুকিংস ইনস্টিটিউট এবং এ ফোরাম মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি কি হবে সে সম্পর্কে বার্ষিক সম্মেলনের আয়োজন করে থাকে। এবার ফোরামের আলোচনায় অংশ নিয়ে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক, আইনমন্ত্রী আইলেত শ্যাকেড ও লেবার পার্টি নেতা আভি গ্যাবে ইরানের সঙ্গে মার্কিন সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়