শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫০ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পরিণতি ভালো হবে না : জর্ডান

ওমর শাহ : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হলে পরিণতি ভাল হবে না বলে মন্তব্য করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। এ বিষয়ে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনে সতর্ক করেছেন বলে জানা গেছে।

তিনি বলেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোকে ক্ষুব্ধ করবে। অবশ্য তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাফাদি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার ভয়ংকর পরিণতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছি। এ ধরনের সিদ্ধান্তের ফলে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়বে, উত্তেজনা বাড়িয়ে দেবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সংকটের মুখে ফেলবে।’

এদিকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণে মার্কিন প্রেসিডেন্টকে বাধা দিতে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

স্থানীয় সময় রোববার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়। সূত্র : আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়