শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার রাতে আকাশে দেখা মিলবে পূর্ণ শীতল চাঁদের

লিহান লিমা: প্রায় প্রতিবছরই রহস্যময় চাঁদ চাঁদোয়ার বাহারে আমাদের নজর কাড়ে। ব্লাড মুন, ব্ল্যাক মুন, ব্লু মুন, স্ট্রবেরি মুন, হারভেস্ট মুন এবং এপিজে মুন’ নানা নামে চাঁদ তার বাহারি সৌন্দর্যের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। আজ রাত ৯ টা ১৬ মিনিটে পৃথিবীর আকাশে শীতল সৌন্দর্য নিয়ে হাজির হচ্ছে ‘সুপারমুন’। শীতের রাতের এই আশ্চর্যকে জোছনাপ্রেমীরা ডাকছেন ‘ফুল কোল্ড মুন’ বা ‘পূর্ণ শীতল চাঁদ’ বলে।

আজকের এই পূর্ণ চন্দ্রগ্রাস ও সুপারমুন না দেখতে পারলে আগামী ১৭ বছর আগে আর এত বড় চাঁদের দেখা মিলবে না। নাসার বিজ্ঞানীরা বলেন, এই ‘সুপার মুন’ দেখার সুযোগ আমরা খুব কম পাই। আর একই দিনে ‘সুপার মুন’ আর ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’-এর ঘটনাকে বিরলই বলা যায়।

পৃথিবী ও চাঁদের মাঝে ৩,৬০,০০০ কিলোমিটারের কম দূরত্ব হলে সুপারমুন দেখা যায়। আজ অন্য দিনের চাইতে চাঁদকে ৭ ভাগ বেশি বড় ও ১৫ ভাগ বেশি উজ্জল দেখা গিয়েছে। ২০৩৪ এর ২৫ নভেম্বরের আগে চাঁদ আর পৃথিবীর এত কাছে আসবে না। তবে আগামী দুই মাসের মধ্যে পৃথিবী  আরো দুইটি সুপারমুন দেখতে পাবে। ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারি সুপারমুন প্রত্যক্ষ করা যাবে। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। কিন্তু সকলে মনে রেখেছেন নভেম্বরের ‘স্পেশ্যাল মুন’কে। কারণ ১৯৪৮ সালের পর সেই প্রথমবার চাঁদ পৃথিবীর এতটা কাছে এসেছিল।

নাসার সিনিয়র ফটোগ্রাফার বিল বিরল এই দৃশ্যকে ধারণ করার জন্য কয়েকটি পরামর্শ দিয়েছেন। তিনি জানান, সবচেয়ে নান্দনিক দৃশ্য’ দেখা যাবে রোববার চাঁদ ওঠার সময় আর সোমবার ভোরে চাঁদ ডুবে যাওয়ার সময়। বিল বলেন, যারা অ্যাপল কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহার করবেন তাঁরা আগে ফ্রেম ফিক্স করবেন। এরপর স্ক্রিনের যেখানে চাঁদ থাকবে, সেখানে ছুঁয়ে ফোকাস ঠিক ছবি তুলবেন। একটু ভাল ক্যামেরা দিয়ে যাঁরা ছবি তুলবেন তাঁদের মাথায় রাখা দরকার যে চাঁদ একটি মুভিং অবজেক্ট। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়