শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:২৬ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানিতে ফ্যাসি-বিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

লিহান লিমা: জার্মানিতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’র প্রথম সম্মেলন রোধ করতে বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এর মধ্যে অভিবাসন সমর্থকদের একটি র‌্যালিতে ৬ হাজারের বেশি মানুষ যোগ দেন। এএফডির সম্মেলন নিশ্চিত করতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।

বিক্ষোভকারীরা ‘নাৎসী ও বর্ণবাদ বিরোধী স্লোগান’ দিতে থাকে। বিক্ষোভকারীদের বাধা দিতে পুলিশ জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ১০ জনকে সাময়িকভাবে আটক করা হয়েছে ও কয়েকজন পুলিশ অফিসার ও একজন বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বিক্ষোভকারীদের বাধায় দেরিতে শুরু হওয়া শনিবারের এই সম্মেলনে এএফডির ৬০০ প্রতিনিধি কট্টরপন্থী দই রাজনীতিক ইয়ুর্গ ময়েথেন ও আলেকজান্ডার গাউল্যান্ডকে দলের পরবর্তী নেতা হিসেবে মনোনীত করেছেন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই দুই নেতার আর্বিভাবের পর এএফডি আরো ডানপন্থী অবস্থান নিবে ।

এদিকে সংখ্যাগরিষ্ঠতা হারানো চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল সরকার গঠনের জটিলতায় পড়ে যদি এসপিডির জোট গঠন করেন তবে। এএফডি বুন্দেসট্যাগে প্রধান বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত হবে।সেপ্টেম্বরের নির্বাচনে ৯৪টি আসন নিয়ে বুন্ডেসটার্গে প্রবেশ করে এই ডানপন্থী দলটি। ইউরোপে শরণার্থী সংকটের পর জার্মানিতে এই দলটির ৩ ভাগ জনপ্রিয়তা বৃদ্ধি পায়। সূত্র: দ্য গার্ডিয়ান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়