শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:২৪ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

সজিব সরকার: শনিবার নাইজেরিয়ার ‘বিউ’ শহরে একটি বাজারে দুটি আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায় ‘বোকো হারাম’ এ হামলার জন্য দায়ী।

আল জাজিরার আহম্মেদ ইদ্রিস বলেন, দুই নারী পৃথকভাবে এ দুটি বোমা হামলার ঘটনা ঘটায়। এতে ৪৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন।

বাজারের প্রবেশমুখে একটি ও বাজারের ভিতরে অপর বোমা হামলার ঘটনা ঘটেছিল। স্থানীয় মোহাম্মদ মালিয়া’র মতে, প্রথম মহিলাটি খাবার সংগ্রহ করার জন্য লাইনে দাড়িয়ে ছিল। এসময় তিনি অনেক আরাম করে দাঁড়িয়ে ছিলেন ও কলা খাচ্ছিলেন। এরপর হঠাৎ করেই এ বিষ্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় বোমা হামলাটির ব্যপারে কেউ সুনিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

২০০৯ সালের পর থেকে ‘বোকো হারাম’ দেশটিতে সহিংস হামলা চালিয়ে আসছে। জাতিসংঘের মতে, তখন থেকে বোকো হারামের হামলায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহতের ঘটনা ঘটছে। দলটি প্রায়ই আত্মঘাতী বোমা হামলাকারীদের ব্যবহার করে থাকে যার মধ্যে নারীরা উল্লেখযোগ্য।

ইউনিসেফের মতে, নাইজেরিয়ার বর্ন’তে বোকো হারামের হুমকির জন্য প্রায় অর্ধেক সংখ্যক স্কুলই বন্ধ করে দেয়া হয়েছে, যার ফলে লাখো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আল জাজিরা ও ভয়েস অফ আমেরিকা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়