শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অযোধ্যার রাম মন্দিরে হবে আগামী দীপাবলী উদযাপন: সুব্রহ্মণ্যম স্বামী

আবু সাইদ: আগামী দীপাবলী পালন করা হবে অযোধ্যায়। রাম মন্দির তৈরির কাজ শিগগিরই শুরু হবে, দীপাবলীর মধ্যে ভক্তরা মন্দিরে আসতে পারবেন। বললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

মুম্বাইয়ে রাম রাজ্য নিয়ে বলতে গিয়ে স্বামী বলেছেন, আগামী অক্টোবরের মধ্যে অযোধ্যায় তৈরি হয়ে যাবে রাম মন্দির। সব জিনিসপত্র প্রস্তুত, আগে থেকেই নির্মাণের কাজ এগিয়ে রাখা হচ্ছে। শুধু স্বামী নারায়ণ মন্দিরের মত পাথরের ওপর পাথর জুড়ে মন্দির তৈরি করা হবে।

মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে রোজের ভিত্তিতে শুরু হবে রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি। স্বামী বলেছেন, রাম মন্দির তৈরির জন্য নতুন আইন আনার প্রয়োজন নেই, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, যদি প্রমাণিত হয়, ওখানে মন্দির ছিল, জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে। এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যেই সব তথ্যপ্রমাণ খতিয়ে দেখেছে, সুতরাং সুন্নি ওয়াকফ বোর্ডের কাছে বলার মত কিছু নেই।

এর আগে ২৫ নভেম্বর আরএসএস প্রধান মোহন ভাগবতও তোলেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গ। তিনি বলেন, বিতর্কিত জমিতেই তৈরি হবে রামচন্দ্রের মন্দির, তা ছাড়া ওখানে আর কিছু তৈরি হবে না। মন্দির তৈরি হবে ঠিক তার পুরনো চেহারায়, পুরনো পাথর ব্যবহার করে। যাঁরা রামজন্মভূমি আন্দোলন করেছেন ও ২০-২৫ বছর ধরে সেই আন্দোলন চালিয়ে আসছেন, তাঁরাই নেতৃত্ব দেবেন এই মন্দির নির্মাণে। সূত্র: ডেকান হেরাল্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়