শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:০৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প পারমাণবিক যুদ্ধের আহ্বান জানাচ্ছে : উত্তর কোরিয়া

সজিব সরকার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন আমাদেরকে পারমাণবিক যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছে, গত শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়।

গত বুধবার উত্তর কোরিয়া একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এ সুত্র ধরে সোমবার যুক্তরাষ্ট-দক্ষিণ কোরিয়া যৌথভাবে ‘ভিগিলেন্ট এইস’ নামক একটি সামরিক মহড়ার আয়োজন করেছে, যেখানে প্রায় ১২ হাজার মার্কিন সেনা এবং ২৩০টি বিমান অংশগ্রহন করবে।

যুক্তরাষ্ট্র ওই মহড়া আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর প্রতিক্রিয়া জানায় উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ট্রাম্প উত্তর কোরিয়ার উপদ্বীপে অত্যন্ত বিপজ্জনক জুয়া খেলছে। এসময় তিনি ট্রাম্পকে পিশাচ হিসেবে অভিহিত করে বলেন, ট্রাম্প বৈশ্বিক শান্তি বিপর্যস্তকারী।

অপরদিকে হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার বলেন, দিনের পর দিন যুক্তরাষ্ট ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধের আশংকা বাড়ছে। বুধবার উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকে তা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

বর্তমান সময়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এমন কার্যকলাপে আতংকিত পুরো বিশ্ব। যুক্তরাষ্ট্রের ‘কনগ্রেশনাল রিসার্চ সার্ভিস’ এর একটি গবেষণা মতে, যদি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধ শুরু হওয়ার অল্প কয়েক দিনের মধ্যেই ৩ লাখ মানুষ নিহত হবে। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়