শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৭, ০২:২৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াজ চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার মদদকারীদের গ্রেফতার দাবি ডিইউজে’র নেতৃবৃন্দের

রফিক আহমেদ : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার নেপথ্য ইন্ধনদাতাদের এখনো চিহ্নিত ও গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার এক বিবৃতিতে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রিয়াজ হায়দার চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করা হয়নি। শুধুমাত্র ২ জনকে লোক দেখানো গ্রেফতার করা হয়েছে।

নেতৃবৃন্দ এ হামলার গভীর নিন্দা জানিয়ে ঘটনার পরিকল্পনাকারী ও নেপথ্য মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতার করার দাবি জানান। নতুবা ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) দেশের সব সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়