শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে অর্থ পাচারের কারণেই দেশের অর্থনীতি পঙ্গু হচ্ছে : এমএম আকাশ (ভিডিওসহ)

এনামুল হক: প্রতিবছর দেশের বাজেটের প্রায় ১৫-২০ শতাংশ পাচার হয়ে যায়। এতে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছে। যারা এই পাচারের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। প্যারাডাইস পেপারস কেলেংকারি নিয়ে টিভিএনএ’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ এম এম আকাশ।

অধ্যাপক আকাশ বলেন, যেসব ব্যক্তি বারমুডা নামক স্থানে বিনিয়োগ করছে। এটা তাদের জন্য (প্যারাডাইস) স্বর্গ। কারণ এখানে তাদের কর দিতে হয় না বা অল্প টাকায় কোম্পানি নিবন্ধন করা যায়। এখানে টাকা রাখা শুধু অনৈতিকই নয় এটা দেশের জন্যও ক্ষতিকর। এই টাকা দেশে বিনিয়োগ হলে সরকার কর পেত এবং বিনিয়োগের কারণে দেশের উৎপাদনও বাড়তো। প্যারাডাইস পেপারস কেলেংকারিতে যাদের লোকদের নাম এসেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিৎ। এতে তারা দোষী হলে তাদের আইনের আওতায় আনা দরকার।

তিনি আরো বলেন, এক শ্রেনীর বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করছেন না। তারা এই টাকা বিদেশে পাচার করছেন। এই সংকট সামাল দেওয়ার জন্য সরকার ক্রমাগত ভাবে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপিয়ে দিচ্ছে। বাজেট ও বিনিয়োগ বৃদ্ধি করে আমরা আমাদের বিনিয়োগ বৃদ্ধি হার ঠিক রাখছি। এতোদিন প্রশ্ন ছিলো এই টাকা কোথায় যাচ্ছে। ব্যাংক হিসেব অনুযায়ী ব্যক্তিদের পকেটে টাকা আছে। সেই ব্যক্তি কারা? তারা দেশে বিনিয়োগ করছেন না কেন? এই প্রশ্নগুলো জবাব এখন স্পষ্ট হয়েছে। তদন্তের পর সব কিছু জাতির কাছে পরিস্কার হবে বলে মনে করেন, অধ্যাপক এম এম আকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়