শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৭, ০১:১২ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামিট এলএনজি টার্মিনালের সাথে জিওসান ও ম্যাকগ্রেগরের ১০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই

সম্প্রতি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের অঙ্গপ্রতিষ্ঠান সামিট এলএনজি টার্মিনাল মেরিন ঠিকাদারি কনসর্টিয়াম প্রতিষ্ঠান জিওসান এসএএস এবং ম্যাকগ্রেগরের সাথে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের টার্নকি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি কক্সবাজারের মহেশখালিতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের ভাসমান এলএনজি স্টোরেজ এবং পুণরায় গ্যাসে রূপান্তরকরণ টার্মিনালের (FSRT) ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, ফেব্রিকেশন, ইনস্টলেশন এবং স্থায়ী অবকাঠামোর টেস্টিং এর কাজগুলো করবে। প্রকল্পটির বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে চুক্তির পর থেকে পরবর্তী ১৬ মাস।

এই স্থায়ী অবকাঠামোতে থাকবে অ্যাংকরসহ এফএসআরইউ এর জন্য ডিসকানেক্টবল টারেট মুরিং(DTM) প্লাগ, নোঙরে ভাসমান বন্ধনীসহ ফ্রেক্সিবল রাইজার, কনট্রোল এন্ড হাইড্রলিক আমবিলিকাল, পিএলইএম, এফএসআরইউ এর স্টার্ন মুরিং সিস্টেম (ঝগঝ), অফশোর পাইপলাইন এবং তীরের প্রয়োজনীয় কাজ।

সামিট এলএনজি টার্মিনাল এ বছরের আগস্ট মাসে এক্সিলারেট এনার্জির সাথে এফএসআরইউ টার্মিনাল নির্মাণে টাইম চার্টার পার্টি সই করেছিল।

সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত:
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার অবকাঠামো উন্নয়ন খাতে শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন এবং ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (FSRU) পরিচালনা করে। www.summitpowerinternational.com

 

জিওসান সম্পর্কে বিস্তারিত:

জিওসান এনট্রিপোজ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ইপিসিআই-টাইপ চুক্তির মাধ্যমে অফশোর ভিত্তিক বিভিন্ন প্রকল্পের বিশেষত তেল ও গ্যাস, খনি, রাসায়নিক শিল্প এবং বিভিন্ন সরকারি কাজ সম্পাদন করে থাকে। জিওসান মূলত উপকূলবর্তী বিভিন্ন পাওয়ার স্টেশন, প্ল্যান্টস ডিস্যালিনেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস এবং অফশোরভিত্তিক ফিল্ডসগুলোর কাঠামো নির্মাণ করে। এছাড়াও জিওসান তীরবর্তী এবং পানির অগভীর অঞ্চলে নিজস্ব প্রযুক্তিতে উন্নত বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে কাজ করতে সক্ষম। www.geocean.com

 

ম্যাকগ্রেগর সম্পর্কে বিস্তারিত:
ম্যাকগ্রেগর বিভিন্ন মেরিন কার্গো ব্যবস্থাপনা, ভেসেল অপারেশন, অফশোর লোডস, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) স্থানান্তরে ইঞ্জিনিয়ারিং সমাধান ও সেবা প্রদানে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠানটি অফশোর এর মুরিং এবং লাইফটাইম সহযোগিতা, রক্ষণাবেক্ষণ ও সেবা প্রদান করে।  www.macgregor.com

 

বিস্তারিত তথ্যের জন্য:
মোহসেনা হাসান । ইমেইল-mohsena.hassan@summit-centre.com। মোবাইল- ০১৭১৩০৮১৯০৫

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়