শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়া চলচ্চিত্র উৎসবে শাহরুখের মুখে সংস্কৃত শ্লোক

শ্রেয়সী ঘোষ, কলকাতা: গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘পদ্মাবতী’-বিতর্কের ছায়া।

সোমবার ছিল উৎসবের উদ্বোধন। ‘পদ্মাবতী’-বিতর্ক এবং চলচ্চিত্র উৎসবে ‘এস দুর্গা’ ও ‘ন্যুড’ নামের দুটি ছবিকে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগ থেকে বাদ দেওয়ার জেরে ফিল্ম ইন্ডাস্ট্রির বহুজন বলিউড সুপারস্টার শাহরুখ খানকে অনুরোধ করেন, তিনি যেন উদ্বোধনে অংশ না নেন। যদিও, এদিন উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন কিং খান।

তবে প্রকাশ্যে মুখ না খুললেও, ঘুরিয়ে পদ্মাবতী-বিতর্ককে মাথায় রেখে শাহরুখ বলেন, সংস্কৃতে একটি শ্লোক রয়েছে, ‘বসুধৈব কুটুম্বকম’। অর্থাৎ, গোটা বিশ্বকে পরিবারের মতো কাছে টেনে আনা। আমি বিশ্বাস করি, আপনার ভাষা যাই হোক না কেন, যে দেশ থেকেই গল্প আসুক না কেন, আদর্শ যাই হোক না কেন, গল্প বলা ও শোনার অভিজ্ঞতা একইরকম হওয়া উচিত।

তিনি যোগ করেন, একই রকমের অভিজ্ঞতা আমাদের একসূত্রে বাঁধে। সম্পর্ক সুদৃঢ় হয়। ঠিক যেমন প্রতিকূল পরিস্থিতিতে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া-আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হয়, অন্যান্য ক্ষেত্রেও তা প্রযোজ্য। ‘পদ্মাবতী’-র নাম না করে শাহরুখ আরও বলেন, ভারত হল কাহিনী, গল্পগাথা, সাংস্কৃতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস, পূরাণ ও রূপকথার দেশ। এই গল্পগুলি মানুষকে আশা দেখায়, অনুপ্রেরণা জোগায়।

অভিনেতার মতে, ছবি হলো একটি সমষ্টিগত কলা যা বহু মানুষ নিজেদের মধ্যে প্রতিপালন করেন। ছবি তৈরি করতে গিয়ে একটি ধারণা নিয়ে নিরন্তর পরিশ্রম করা হয় এবং শেষে তা বিশ্বের সামনে মেলে ধরা হয়। কখনও সেই ছবি দেখে আমরা আনন্দ উপভোগ করি, নাচি। আবার কখনও রেগে যাই, বিরক্ত হই, বিক্ষুব্ধ হই। আর এটাই সিনেমার মাধ্যমে গল্প-বলার ম্যাজিক। আর শোনার লোক না থাকলে, গল্প বলার নিরর্থক। তাই উভয়পক্ষের উচিত পরিবারের মতো থাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়