শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৭:৪৪ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ

নাসরিন বৃষ্টি: শীতের শুরুতেই বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। কিন্তু দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অভিযোগ। চট্টগ্রামের দোহাজারি রেলওয়ে বাজারে ভোর থেকে আসা শুরু করে হরেক রকম সবজি। পাইকারি বাজার নামে এর বেশ সুনামও রয়েছে। সূত্র- ইনডিপেন্ডেন্ট টিভি

চট্টগ্রামের দোহাজারি রেলওয়ে বাজারের কৃষক সবজির দাম ও বাম্পার ফলনে খুশি। তবে কাছাকাছি হিমাগারের ব্যবস্থা থাকলে তাদের আরও লাভ হতো বলে জানান তারা।

চট্টগ্রামের দোহাজারি রেলওয়ে বাজারের একশ বছরের সুনাম রয়েছে। এখানে দোহাজারিসহ বিভিন্ন জায়গাতেই যখন শীতকাল আসে, তখন শীতকালীন সবজির বেশ সমাহার থাকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, প্রতি বছরের মতো এবারও সবজির বাম্পার ফলন হয়েছে। চট্টগ্রাম ও বিভিন্ন জায়গা থেকে ব্যাপারিরা এসে সেখান থেকে সবজি ক্রয় করে চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় নিয়ে বিক্রি করে। এমনকি তারা বিদেশেও রপ্তানি করে বলে জানা গেছে।

চট্টগ্রামের দোহাজারি রেলওয়ে বাজারের যারা কৃষক রয়েছেন তারা বলেন, গতবারের তুলনায় এবার সবজির বাম্পার ফলন এবং সবজির দামেও তারা খুশি, যা তারা ন্যায্য বলে মনে করেন। কৃষকরা জানান, এরকম দামে থাকলে কৃষকরা কাজ করতে আরও আগ্রহী হবেন।

কৃষকরা জানান, দোহাজারিতে ফসল সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই। যদি থাকত তাহলে ফসলের দাম আরো বৃদ্ধি পেতো। তাই, অব্যশই হিমাগারের দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়