শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিড়ালের মুখ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু

প্রতিবেদক: গাজীপুরে বিড়ালের মুখ থেকে নবজাতক উদ্ধার হওয়া সেই নবজাতকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাবেদ আলী জোবে এ কথা জানান।

রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকার রাস্তার পাশের ডাস্টবিন ভেতর বিড়ালের মুখ থেকে এক নবজাতককে উদ্ধার করেন পোশাক শ্রমিক রেখা আক্তার ও রিকশাচালক মো. এরশাদ।

কাউন্সিলর জাবেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মধ্যরাতের পর সেই নবজাতকটির মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাকে লক্ষ্মীপুরার কররস্থানে দাফন করা হয়েছে।

নবজাতকটির নাম রাবেয়া রাখা হয়েছিল জানিয়েছে রেখা বলেন, নবজাতকটিকে উদ্ধারের পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যার দিকে চিকিৎসকরা নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

“আমি তো কারখানায় ছিলাম, তাই ঢাকা নিয়ে যেতে না পারায় নবজাতকটিকে বাসায় নিয়ে আসা হয়। পরে আমার এক প্রতিবেশীর বুকের দুধ খাওয়ানো হয়। রাত দেড়টার দিকে শ্বাসকষ্টের কারণে নবজাতকটির মারা যায়।”

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “ওই নারী নবজাতককে হাসপাতালে আনার পর আমাদের জানানো হয়েছির। নিয়ে যাওয়ার সময় বা পরেও কেন আমাদের জানানো হয়নি।”

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সৈয়দ মো. হাবিবুল্লাহ বলেন, এ ঘটনায় কারো কোনো অবহেলা থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিডি নিউজ

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়