শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০১৭, ০৬:২৬ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ লাখ রোহিঙ্গা নিবন্ধিত

ফরহাদ আমিন, টেকনাফ : মিয়ানমার সেনাবাহিনী ও মগের অত্যাচার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের ১২ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। সোমবার (২০ নভেম্বর) পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৫ লাখ ৯৯ হাজার ৫৮৪ জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে।

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী ২৫ আগস্টের পর থেকে সোমবার পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৩১ হাজার ৩২২ জন। তবে অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা প্রতিদিন বাড়ছে ।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের  ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে  বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ শুরু হয়। প্রথমদিন ২০ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়। এর মধ্যে আটজনকে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে তাদের নিবন্ধন করার কাজ এগিয়ে চলে। নিবন্ধনের জন্য প্রথমে রোহিঙ্গাদের ব্যক্তিগত তথ্য নেওয়া হচ্ছে। এতে থাকছে নাম, বাবা-মার নাম, দেশ, ধর্ম, লিঙ্গসংক্রান্ত তথ্য। এরপর তাদের ছবি তোলা হচ্ছে। নেওয়া হচ্ছে আঙুলের ছাপ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বায়োমেট্রিক নিবন্ধনের কাজ করছে।সোমবার দিনভর ১৩ হাজার ১২ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এর মধ্যে কুতুপালং- ১ ক্যাম্পে ৯৫৪ জন পুরুষ, ৯৭০ জন নারী মিলে ১ হাজার ৯২৪ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯৯০ জন পুরুষ, ১ হাজার ২৯১ জন নারী মিলে ২ হাজার ২৮১ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৪৬৩ জন পুরুষ, ৫৯ জন নারী মিলে ৯ শত ৭২ জন, থাইংখালী -১ ক্যাম্পে ১ হাজার ৯৫ জন পুরুষ, ১ হাজার ৫৮০ জন নারী মিলে ২ হাজার ৬৭৫ জন,

থাইংখালী -২ ক্যাম্পে ১ হাজার ৩ জন পুরুষ, ১ হাজার ২৪৩ জন নারী মিলে ২ হাজার ২৪৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২৪২ জন পুরুষ, ১ হাজার ১৭ জন নারী মিলে ২ হাজার ৩৪৯ জন, শামলাপুর ক্যাম্পে ২ শত ৭১ জন পুরুষ, ২৯৪ জন নারী মিলে ৫৬৫ জন রোহিঙ্গাকে নিবন্ধন করেন।এদিকে সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে সোমবার পর্যন্ত তারা ৩৬ হাজার ৩৭৩

  • সর্বশেষ
  • জনপ্রিয়